Wednesday, August 20, 2025

অগাস্ট ক্রান্তি ময়দানে স্বাধীনতা সংগ্রামী ও তিস্তাকে ঢুকতে বাধা, থানায় আটক গান্ধী প্রপৌত্র

Date:

Share post:

৯ অগাস্ট মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নেতৃত্বে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বর্ষ। এই বিশেষ দিনে ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ও গান্ধীবাদী নেতা ও বিশিষ্ট সমাজ কর্মীরা। তবে এবছর তাদের ওই ময়দানে ঢুকতেই দিল না মহারাষ্ট্রের বিজেপি- শিবসেনা(শিন্ডে) জোট সরকার।

জানা গিয়েছে, স্বাধীনতা সংগ্রামী ডাঃ জি জি পারিখ(GG Parikh), মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী(Tushar Gandhi) এবং সমাজকর্মী তিস্তা শেতলবাদের(Tista Shetalbad) মত ব্যক্তিত্বদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তারা যেন ওই ময়দানে প্রবেশ না করেন। পাশাপাশি তুষার গান্ধীসহ অন্তত ৫০ জনকে আটকে রাখা হয় থানায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিশিষ্টরা। জানা গিয়েছে, ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন তৎকালীন তরুণ ছাত্র ডাঃ জি জি পারিখ। বর্তমানে এই স্বাধীনতা সংগ্রামীর বয়স ৯৯ বছর। প্রতিবার এই ময়দানে এসে ভারত ছাড়ো আন্দোলনের সেই অতীত স্মরণ করতেন তিনি। তবে এবার তাঁকে যেতে দেওয়া হয়নি সেখানে। পাশাপাশি খুব ভোরে, পুলিশ মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এবং সমাজকর্মী তিস্তা শেতলবাদের বাসভবনে গিয়ে তাদের স্পষ্টভাবে বলে দেয় যে আগস্ট ক্রান্তি ময়দানে যেতে দেওয়া হবে না। পরে, তুষার গান্ধী সহ অন্তত ৫০ জনকে সকালে সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়। এবং বলা হয় অনুষ্ঠান শেষের পর তাঁদের ছাড়া হবে। তিস্তা শেতলবাদকে বাড়ির ভিতরে থাকতে বলা হয়।

অনুষ্ঠানে যোগ দিতে না দিয়ে থানায় আটকে রাখার ঘটনায় ক্ষুব্ধ তুষার গান্ধী এক টুইট বার্তায় বলেন, “স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো আমাকে সান্তা ক্রুজ থানায় আটক করা হয়েছে। আর আটকে রাখার কারণ আমি ৯ আগস্ট ভারত ছাড়ো দিবসের স্মরণে বাড়ি থেকে বের হয়েছিলাম। আমি গর্বিত আমার দাদা-দাদি বাপু এবং বাবা-কেও ঐতিহাসিক তারিখে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছিল।” পরে তিস্তা শেতলবাদ সংবাদমাধ্যমকে বলেন, “প্রতি বছর আমরা জনগণের আন্দোলন হিসাবে, গিরগাঁও চৌপাট্টির তিলক মূর্তি থেকে আগস্ট ক্রান্তি ময়দান পর্যন্ত মিছিল করে ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করি। কিন্তু এ বছর আমাদের এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শাসনে বাধা দেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা আন্দোলনের এই ঐতিহাসিক দিনে এই নজিরবিহীন দমন-পীড়ন আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের উপর এই আক্রমণ প্রতিহত করার জন্য আমাদের সংকল্পকে শক্তিশালী করেছে।”

spot_img

Related articles

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...