Sunday, January 11, 2026

অগাস্ট ক্রান্তি ময়দানে স্বাধীনতা সংগ্রামী ও তিস্তাকে ঢুকতে বাধা, থানায় আটক গান্ধী প্রপৌত্র

Date:

Share post:

৯ অগাস্ট মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নেতৃত্বে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বর্ষ। এই বিশেষ দিনে ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ও গান্ধীবাদী নেতা ও বিশিষ্ট সমাজ কর্মীরা। তবে এবছর তাদের ওই ময়দানে ঢুকতেই দিল না মহারাষ্ট্রের বিজেপি- শিবসেনা(শিন্ডে) জোট সরকার।

জানা গিয়েছে, স্বাধীনতা সংগ্রামী ডাঃ জি জি পারিখ(GG Parikh), মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী(Tushar Gandhi) এবং সমাজকর্মী তিস্তা শেতলবাদের(Tista Shetalbad) মত ব্যক্তিত্বদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তারা যেন ওই ময়দানে প্রবেশ না করেন। পাশাপাশি তুষার গান্ধীসহ অন্তত ৫০ জনকে আটকে রাখা হয় থানায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিশিষ্টরা। জানা গিয়েছে, ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন তৎকালীন তরুণ ছাত্র ডাঃ জি জি পারিখ। বর্তমানে এই স্বাধীনতা সংগ্রামীর বয়স ৯৯ বছর। প্রতিবার এই ময়দানে এসে ভারত ছাড়ো আন্দোলনের সেই অতীত স্মরণ করতেন তিনি। তবে এবার তাঁকে যেতে দেওয়া হয়নি সেখানে। পাশাপাশি খুব ভোরে, পুলিশ মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এবং সমাজকর্মী তিস্তা শেতলবাদের বাসভবনে গিয়ে তাদের স্পষ্টভাবে বলে দেয় যে আগস্ট ক্রান্তি ময়দানে যেতে দেওয়া হবে না। পরে, তুষার গান্ধী সহ অন্তত ৫০ জনকে সকালে সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়। এবং বলা হয় অনুষ্ঠান শেষের পর তাঁদের ছাড়া হবে। তিস্তা শেতলবাদকে বাড়ির ভিতরে থাকতে বলা হয়।

অনুষ্ঠানে যোগ দিতে না দিয়ে থানায় আটকে রাখার ঘটনায় ক্ষুব্ধ তুষার গান্ধী এক টুইট বার্তায় বলেন, “স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো আমাকে সান্তা ক্রুজ থানায় আটক করা হয়েছে। আর আটকে রাখার কারণ আমি ৯ আগস্ট ভারত ছাড়ো দিবসের স্মরণে বাড়ি থেকে বের হয়েছিলাম। আমি গর্বিত আমার দাদা-দাদি বাপু এবং বাবা-কেও ঐতিহাসিক তারিখে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছিল।” পরে তিস্তা শেতলবাদ সংবাদমাধ্যমকে বলেন, “প্রতি বছর আমরা জনগণের আন্দোলন হিসাবে, গিরগাঁও চৌপাট্টির তিলক মূর্তি থেকে আগস্ট ক্রান্তি ময়দান পর্যন্ত মিছিল করে ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করি। কিন্তু এ বছর আমাদের এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শাসনে বাধা দেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা আন্দোলনের এই ঐতিহাসিক দিনে এই নজিরবিহীন দমন-পীড়ন আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের উপর এই আক্রমণ প্রতিহত করার জন্য আমাদের সংকল্পকে শক্তিশালী করেছে।”

spot_img

Related articles

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...

নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণ কোচের, ন্যক্কারজনক ঘটনা হরিয়ানাতে

ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ফের আক্রান্ত মহিলা ক্রীড়াবিদ। হরিয়ানায়(Haryana) নাবালিকা হকি খেলোয়াড়কে(Junior hockey Player) ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল...