Sunday, January 11, 2026

আইকনিক সংলাপে ফিরল না SRK ম্যাজিক, ডন ৩-এর টিজারে রণবীরের ম্যানারিজম

Date:

Share post:

প্রথম এবং দ্বিতীয় ভাগের চূড়ান্ত সাফল্যের পর এবার ডন -৩ (Don 3) আসতে চলেছে। অমিতাভের জুতোয় কিং খানের পা গলানো নিয়ে প্রাথমিক ভাবে সমালোচনা হয়েছিল বটে কিন্তু বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) নিজের অভিনয় গুণে সকলের মন জিতে নেন। তারপর আসে ডন-২, সেখানেও কিং ক্যারিশ্মা ভরপুর ছিল। তবে তাল কাটল তৃতীয় পর্বে এসে। এবার আর পাঠান খান নেই, সেই দায়িত্ব শামলাতে চলেছেন বলিউডের খিলজি। বুধবার সেই সিনেমার ১ মিনিট ৫৮ সেকেন্ডের টিজারে ফিরল আইকনিক সংলাপ, তবে একটু অন্য স্টাইলে। অমিতাভ বা শাহরুখের স্টাইল নকল করেননি রণবীর সিং (Ranveer Singh)আর তাই পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) একটু অন্যভাবে তাঁর নতুন ডন-কে দিয়ে বলালেন, ” ১১ মুলুকের পুলিশ আমার খুঁজছে, কিন্তু পেয়েছে কে?” এরপরই সমাজমাধ্যমে শাহরুখ ফ্যানেদের আক্ষেপ শুরু।

গত কয়েক মাস ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, শাহরুখ ‘ডন’ -এর ব্যাটন তুলে দিতে চলেছেন রণবীর সিং এর হাতে। মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) জানিয়ে দেন, সত্যি শাহরুখ খানকে (Shah Rukh Khan) এবার ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। কিছুটা মন খারাপ কিং অনুরাগীদের। টিজারে সংলাপ এবং আলো-আঁধারির খেলা দেখিয়েছেন ফারহান, আর বলিউডের ‘রকি’কে সিরিয়াস অবতারে মন্দ লাগছে না। টিজার মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তিনি। নায়ক- খলনায়কের চরিত্রে একাই একশো হবেন কি রণবীর ? শাহরুখ ফ্যানেরা বলছেন, নতুন ডন ভাল, তবে ক্যামিও হিসেবেও যদি শাহরুখকে পাওয়া যেত তাহলে সিনেমা যেন আলাদা মাত্রা পাবে। যদিও এই নিয়ে পরিচালক বা প্রযোজক কিছু জানাননি।

এক যুগের বিরতির পর নতুন আঙ্গিকে ‘ডন’ ও সেই আন্ডারওয়ার্ল্ড ব্রহ্মাণ্ডকে সাজাতে চান ফারহান। বলিপাড়ার অন্দরে জল্পনা, রণবীর সিং-এর বিপরীতে নায়িকা হিসাবে দেখা যেতে চলেছে কিয়ারা আডবাণীকে। যদিও পরে জানা যায় তিনি সম্পূর্ণ অন্য চরিত্রে থাকছেন। ছবিতে নাকি রীতিমতো সম্মুখসমরে নামতে চলেছেন রণবীর ও কিয়ারা। যদিও কিয়ারাকে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এক্সেল এন্টারটেনমেন্টের (Excel Entertainment)তরফে। রোমা চরিত্রে কে থাকছেন তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।


 

 

 

 

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...