Sunday, August 24, 2025

একটা সিস্টেম খারাপ হয়ে গিয়েছে, পিএসসি নিয়ে আক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

নিয়োগ মামলায় এর আগে একাধিক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে এসএসসি নিয়োগ মামলায় চাকরি থেকে বরখাস্ত করা থেকে শুরু করে তালিকাটা বেশ দীর্ঘ।এবার রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন তিনি।

বৃহস্পতিবার একটি মামলার প্রেক্ষিতে তিনি উল্লেখযোগ্য মন্তব্য করেন।বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “এখন পিএসসি-র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল। আমিও এক সময় পিএসসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দুটো সরকারি চাকরি করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। তখন অত্যন্ত স্বচ্ছ ছিল।”

প্রাথমিকের একটি মামলায় বর্তমান শিক্ষক এবং ছাত্রদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পিএসসি নিয়ে মন্তব্য করেন। তাঁর পর্যবেক্ষণ, “পিএসসি-তে ২৮ নম্বর ৮২ নম্বর হয়ে গেল। ভাবা যায়! খারাপ লাগে।” রাজ্যের নিম্ন আদালতের নিয়োগে অনিয়মের অভিযোগ শুনে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি।এমনকী, অঙ্কিতা অধিকারীকে তাঁর প্রাপ্ত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।সেই চাকরি গিয়েছিল আবেদনকারী ববিতা সরকারের কাছে।ববিতাকে অঙ্কিতার ফিরিয়ে দেওয়া বেতনও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর অবশ্য ববিতার নম্বরে সমস্যা থাকায় এই চাকরি দেওয়া হয়েছিল অপর চাকরি প্রার্থীকে।

 

 

 

 

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...