Saturday, August 23, 2025

চাঁদের কোলে চন্দ্রযান, কিন্তু শেষ মুহূর্তে এ কী কাণ্ড!

Date:

Share post:

স্বপ্নপূরণের আর মাত্র কয়েকটা দিন বাকি। চাঁদের চৌকাঠে চন্দ্রযানের (Chandrayaan 3) অবতরণ ইতিহাস তৈরি করতে চলেছে। আগের বারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার নতুন করে নিজেদের ক্ষমতা এবং বুদ্ধিমত্তার প্রমাণ দিচ্ছে ইসরো (ISRO)। বিজ্ঞানীরা বলছেন এখনো পর্যন্ত সব ঠিকঠাক তবে চমক জাগাচ্ছে চন্দ্রযান ৩- এর (Chandrayaan 3) নানা কেরামতি। ভারতের পাঠানো মহাকাশযান এখন চাঁদের কক্ষে ঘুরপাক খাচ্ছে। এভাবেই ক্রমশ পাক খেতে খেতে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে সে। অঙ্ক বলছে আগামী ২৩ অগাস্ট তার চাঁদে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তার আগেই ম্যাজিক দেখাতে শুরু করেছে চন্দ্রযান। প্রতিবেশী উপগ্রহের যত কাছে পৌঁছেছে ততই চাঁদের খুঁটিনাটি তুলে ধরে ইসরোকে (ISRO)পাঠাচ্ছে চন্দ্রযান-৩। যা দেখে বিস্ময়ে চোখ ফেরাতে পারছেন না বিজ্ঞানীরা।

চন্দ্রযান ২ শেষ মুহূর্তে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল।কিন্তু এবার আর সেই সব সম্ভাবনা নেই। কারণ ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন , ইঞ্জিন বিকল হয়ে গেলেও চাঁদের মাটিতে ল্যান্ড করতে কোন সমস্যা হবে না বিক্রমের (Vikram) । ইতিমধ্যেই চন্দ্রযান-৩ তার খেল দেখানো শুরু করে দিল।ল্যান্ডার বিক্রমের গায়ে লাগানো ক্যামেরা একেরপর এক ছবি তুলে চলেছে। সেই ছবি চলে আসছে ইসরোর কাছে। দুচোখ ভরে চাঁদের ছোট্ট ছোট্ট গর্ত দেখতে পাচ্ছেন বিজ্ঞানীরা। সমাজ মাধ্যমে তা শেয়ার করাও হয়েছে।

অন্যদিকে চাঁদের দক্ষিণ গোলার্ধে নিজেদের ইতিহাস তৈরি করতে গতকাল রাশিয়া (Russia) থেকে লঞ্চ হয়েছে Luna 25 মহাকাশযান। যে দ্রুততার সঙ্গে উৎক্ষেপণ হয়েছে এবং এখনও পর্যন্ত রাশিয়ার মহাকাশযানের যে গতি লক্ষ্য করা যাচ্ছে তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে কেন বিজ্ঞানীরা দাবি করছেন ভারতের পাঠানো মহাকাশযানের সঙ্গে পাল্লা দেবে রাশিয়ার লুনা।রুশ জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করেই চাঁদের কক্ষপথের দিকে দৌড় লাগাবে ল্যান্ডার লুনা-২৫। সেখানে পৌঁছে চাঁদকে প্রদক্ষিণ করতে করতে মাত্র পাঁচ থেকে সাতদিনের মধ্যেই পৃথিবীর উপগ্রহটির খুব কাছে পৌঁছে যাবে পুতিনের দেশের মহাকাশযান। এর পর প্রপালশান মডিউল থেকে আলাদা হয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চার পা-যুক্ত লুনা-২৫। গত ১৪ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM3 রকেটের সফল উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। চলতি মাসের ২৩ তারিখ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম।

 

 

 

 

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...