Thursday, November 13, 2025

সুফিয়ানের সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি নেই, গোষ্ঠীকোন্দল ঢাকতেই বিজেপির অপপ্রচার: তোপ কুণালের

Date:

Share post:

নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। সেখানে ১২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ছ’টি আসন। স্বাভাবিক ভাবেই সেখানে তৃণমূলেরই প্রধান হওয়ার কথা।শেখ সুফিয়ানের জামাই হাবিবুল প্রধান নির্বাচিত হন।কিন্তু তিনি অন্য দলের সহযোগিতা নিয়ে প্রধান হয়েছেন বলে অপপ্রচার শুরু হয়।এপ্রসঙ্গে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,নন্দীগ্রামে জেলা পরিষদে ১০হাজার৪৫৭ ভোটে তৃণমূল লিড করছে। শুভেন্দুর বিজেপি বিপুল পরিমাণ ভোটে পিছিয়ে থাকার জন্য তাল জ্ঞান হারিয়েছে। মহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে অপপ্রচার চলছে।রটনা চলছিল অন্য দলের সমর্থনেই প্রধান হয়েছে হাবিবুল।

তার দাবি, হাবিবুলের সঙ্গে অন্য কোনও দলের কোনও সম্পর্ক নেই। কারও সহযোগিতা হাবিবুল চাননি। সম্পূর্ণ নিজেদের জোরে তৃণমূল বোর্ড গঠন করেছে।কুণাল ঘোষ বলেন, কোনও ভুল বোঝাবুঝি নেই।ওই পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান দুজনেই তৃণমূলের।

 

এদিন সুফিয়ান দাবি করেন, দেবব্রত মাইতি খুনের মিথ্যা মামলায় তাকে এবং তার জামাইকে ফাঁসিয়েছে শুভেন্দু অধিকারী। বিজেপির সঙ্গে আমার সংযোগ আছে এই অপপ্রচার করে আমার রাজনৈতিক কেরিয়ারকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে।তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনে কোনও গাদ্দার নেতা ছিল না আমি নেতৃত্ব দিয়েছিলাম। আদি ও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দল থেকে চোখ ঘোরাতেই এইসব অপপ্রচার করা হচ্ছে।

কুণাল বলেন, আগামী লোকসভায় তৃণমূল ২৫ হাজার ভোটে লিড করবে নন্দীগ্রামে। শুভেন্দু নিজে নন্দীগ্রাম সামলাতে পারছে না। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধান ছিল আছে এবং থাকবে।

 

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...