ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক নির্মল চন্দ্র রায়। রবিবার দলের তরফে আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। ৬০ বছর বয়সী অধ্যাপক নির্মল রায় ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক। নির্বাচনের ময়দানে একেবারে নতুন হলেও জেলায় সক্রিয় তৃণমূল সমর্থক হিসেবেই সুপরিচিত তিনি। একুশের নির্বাচনে এই কেন্দ্রটি ছিল বিজেপির দখলে। এবার তা পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব।

উপ নির্বাচন ঘোষণা হতেই ধূপগুড়িতে প্রচারে নেমে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ধুপগুড়ি পুর প্রশাসনিক মন্ডলির ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং নিজের এলাকা ১৪ নম্বর ওয়ার্ডে দলের সমর্থনে নিজে হাতে দেওয়াল লিখন করেন। পাশাপাশি ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস সাত নম্বর ওয়ার্ডে দলীয় সমর্থনে দেওয়াল লেখেন। প্রসঙ্গত, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ছয়টি রাজ্যের মোট সাতটি বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আগামী ৫ ই সেপ্টেম্বর এই সব কয়টি বিধানসভায় উপ নির্বাচন হতে চলেছে। উল্লেখ্য গত মাসের ২৫ তারিখ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়। গত বিধানসভা নির্বাচনে শাসক দলের হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কাজেই এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে হারানো জমি পুনরুদ্ধারের সুযোগ।

আরও পড়ুন- হকার-বি.রোধী নির্দেশিকা জারি পূর্ব রেলের! প্র.তিবাদে সরব তৃণমূল
