নিট পরীক্ষায় পাশ করতে পারেননি পড়ুয়া। তা জানার পর আত্মঘাতী হয়েছিল ছেলে। তারপরের দিনই তাঁর বাবার দেহ উদ্ধার হল। তামিলনাড়ুর চেন্নাইয়ের ঘটনা। এলাকায় নেমেছে শোকের ছায়া।

২০২২ সালে উচ্চমাধ্যমিকে ৪২৭ নম্বর পেয়ে পাশ করেছিলেন জগদীশ্বরন (১৯)। এরপর দ্বিতীয়বার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় (নিট) বসেও অনুত্তীর্ণ হন তিনি। শনিবার বাড়ি থেকে জগদীশ্বরনের দেহ উদ্ধার করা হয়। পরীক্ষায় ব্যর্থ হওয়ায় হতাশা থেকেই তিনি শেষ করেছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যুশোক সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন পড়ুয়ার বাবাও।
এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পড়ুয়াদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “আত্মহত্যার কথা না ভেবে আত্মবিশ্বাসী হও, ভালোভাবে বাঁচো।”

আরও পড়ুন- উপাচার্য বিল থেকে বন্দি মুক্তি- একের পর এক তিরে রাজ্যপালকে বিঁধলেন মুখ্যমন্ত্রী
