রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)নিয়ে যখন কিছুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে না তখন সেই আবহে ফের বিস্ফোরণ পুতিনের দেশে। গতকাল রাতে দক্ষিণ রাশিয়ার দাগেস্তানে (Dagestan, Russia) একটি পেট্রোল পাম্পের সামনে বিস্ফোরণের (Explotion near Petrol pump)ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন। জখমের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যা বাড়ারও আশঙ্কা করছে প্রশাসন।

সূত্রের খবর, সোমবার রাতে দাগেস্তানের মাখাচাখলা শহরের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। নিহত ৩০ জনের মধ্যে তিনটি শিশুও রয়েছে। দুর্ঘটনার পর দাগেস্তানের আপৎকালীন মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, দুর্ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। পেট্রোল পাম্পে থাকা ৮টি জ্বালানির ট্যাঙ্কের মধ্যে দু’টি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ৬০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে। ২৬০ দমকলকর্মী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থল থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। সন্ত্রাসবাদী কার্যকলাপ নাকি অন্য কোনও কারণে এই বিস্ফোরণ এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।

