নিজের সিনেমায় ইসলামের বিরোধিতা করার অভিযোগ উঠল বিখ্যাত পরিচালক সইদ রুস্তাই-এর (Saeed Roustayi)বিরুদ্ধে। শুধু তাই নয় তাঁর পরিচালিত লেইলা’স ব্রাদার্স (Leila’s Brothers) ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে ইরানে (Iran)। এর পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে রুস্তাইকে। ইরানের রাজধানী তেহরানে (Tehran) সাংঘাতিক অর্থকষ্টের মধ্যে একটি পরিবার জীবনযাপনকে কেন্দ্র করে সিনেমার গল্প গড়ে উঠেছিল। কিন্তু এই সিনেমা বিদেশে প্রশংসা পেলেও ইরান সরকারের চক্ষুশূল হয়ে ওঠে। গোটা দেশে ছবিটি নিষিদ্ধ করে দেওয়া হয়।পাশাপাশি সেই সিনেমার পরিচালক ও প্রযোজককে ছয়মাসের জন্য জেলে পাঠাল ইরানের (Iran) প্রশাসন।

কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) এই সিনেমা দেখানো হলেও ছবির পরিচালক রুস্তাই ও প্রযোজক জাভাদ নরুজবেগির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে ইরানের প্রশাসন। একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে যার মধ্যে অন্যতম হল ইসলাম বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজে ইন্ধন জুগিয়েছে এই সিনেমা। তাছাড়াও দেশের সংস্কৃতি মন্ত্রকের সুপারিশ অনুযায়ী ছবিতে কাটছাঁট করেননি ছবির পরিচালক বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। আজ বুধবারই তাঁদের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আপাতত ৯ দিন জেলেই কাটাতে হবে তাঁদের। এরপর পাঁচ বছরের জন্য সাসপেন্ড থাকতে হবে। এই সময়কালে কোনও সিনেমা করতে পারবেন না তিনি।
