Tuesday, November 4, 2025

ঘূর্ণাবতের জের! সকালেই বৃষ্টিস্নাত তিলোত্তমা, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে ঘূর্ণাবত। এর জেরে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যজুড়ে বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভ্যাপসা গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আরও পড়ুনঃ কেরলে বন্দে ভারত এক্সপ্রেসের লক্ষ্য করে ফের ছোড়া হল ঢিল, ভাঙল বাতানুকুল কামরার জানলার কাচ
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। তার অভিমুখ রয়েছে ওড়িশার দিকে। অপরদিকে আরও একটি ঘূর্ণাবত রয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা।
এই ঘূর্ণাবতের জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৬ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ।অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। রবিবারের পর থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...