Wednesday, November 5, 2025

জেলে সহকারী চেয়ে পার্থর আবেদন খারিজ, নাকতলার বাড়িতেই প্ল্যানিং: দাবি সিবিআইয়ের

Date:

Share post:

তার শরীর অসুস্থ, তাই জেলে সহকারী চেয়ে আদালতে আবেদন করলেন নিয়োগ মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় এই আবেদন করেন তিনি। তবে এব্যাপারে নির্দেশ দেওয়ার এক্তিয়ার আদালতের নেই বলে আবেদন খারিজ করে দেন বিচারক।

ওয়াকিবহাল মহলের মতে, জেলে যথেচ্ছাচার করে ইতিমধ্যে নিজের ও জেল সুপারের কবর খুঁড়েছেন পার্থ। জেলে আংটি পরে ঘোরাকে হাতিয়ার করে তাঁর জামিন রুখে দিয়েছে সিবিআই। প্রমাণ করে দিয়েছে, তিনি কতটা প্রভাবশালী। ওদিকে ওই ঘটনায় আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। যার ফলে তাঁর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। এই অবস্থায় জেলে বাড়তি সুযোগ সুবিধা গ্রহণের আগে বাড়তি সাবধানী পার্থ। তাই জেল সুপারের কাছে আবেদনের আর সাহস দেখাচ্ছেন না তিনি। সেক্ষেত্রে ফের তাঁর বিরুদ্ধে উঠতে পারে প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের তত্ত্ব।আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, নাকতলার বাড়ির এক তলায় অফিস চালাতেন পার্থ। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, প্রসন্ন রায়ের মতো ‘মিডলম্যান’দের সঙ্গে নাকতলার বাড়ির অফিসেই বৈঠক করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তদন্তকারী সংস্থার দাবি, মিডলম্যানেরা যে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন, তাঁদের নাম স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কাছে পাঠাতেন পার্থ। সুবীরেশকে সেই কারণেই নিয়ম ভেঙে নিয়োগ করা হয়েছিল বলেও আদালতে দাবি করেছে সিবিআই।পার্থের আইনজীবী অবশ্য তাঁর মক্কেলের জামিনের আর্জি জানিয়ে আদালতে সওয়াল করে বলেন, “এসএসসি একটি স্বশাসিত সংস্থা। তাই কোনও নিয়োগের ক্ষেত্রেই মন্ত্রীর কোনও ভূমিকা ছিল না।” সিবিআইয়ের দাবি, নিয়োগের ক্ষেত্রে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হয়েছে। পার্থকে জামিন দিলে তথ্যপ্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আদালতে আশঙ্কাপ্রকাশ করে তারা।

 

spot_img

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...