Monday, August 25, 2025

বাইক দুর্ঘ*টনার কবলে নে*শাগ্রস্ত নোবেল!

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে অশ্লীল লেখা এবং ভিডিও পোস্ট নিয়ে সমালোচিত হচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল (Mainul Ahsan Noble) । তবে তিনি যত বেশি না গানের জন্য পরিচিতি পেয়েছেন তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত পারফরম্যান্স- সবেতেই অসংলগ্নতার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগ, এমন নানা বিতর্কেও তাঁর নাম জড়িয়েছে। এবার নেশাগ্রস্ত অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনার (Bike Accident) কবলে পড়লেন বলে জানা যাচ্ছে। স্থানীয়রা তাঁকে বাঁচাতে এলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে গায়ক মইনুল হাসান নোবেলের (Mainul Ahsan Noble) বিরুদ্ধে।

নিত্যদিন একটা না একটা বিতর্কে জড়িয়ে থাকেন নোবেল। এবার মদের নেশায় চুর হয়ে দুর্ঘটনার কবলে পড়লেন। জানা যাচ্ছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে একটু দূরে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এই কাণ্ড ঘটে। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় নোবেলের মত্ততার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গায়ক বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন। পাশাপাশি অসংলগ্ন কথাও বলতে শোনা যায় তাঁকে। এমনকি দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে সাহায্য করতে গেলে গায়ক তাঁদের অপমান করেন বলে জানা যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুলল্লা মদ্যপ নোবেলের দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। তাঁকে ওই অবস্থায় স্থানীয়রা মাথায় জল ঢেলে কোনওরকমে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও নোবেলের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...