Thursday, August 21, 2025

মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধ! যোগীরাজ্যে ম.র্মান্তিক পরিণতি মু.সলিম দম্পতির

Date:

Share post:

হিন্দু মেয়ের (Hindu Girl) সঙ্গে প্রেম (Love Relation)। আর সেই অপরাধেই পিটিয়ে মারা হল এক মুসলিম দম্পতিকে (Muslim Couple)। ঘটনাকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে উঠে এল যোগীরাজ্য (Yogi Adityanath State)। উত্তরপ্রদেশের সীতাপুরের (Sitapur) ঘটনা।

উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা প্রৌঢ় আব্বাস এবং তাঁর স্ত্রী কামরুল নিশা। অভিযোগ, গত শুক্রবার আব্বাস এবং নিশার উপর চড়াও হয় তাঁদেরই কয়েকজন প্রতিবেশী। ব্যাপক মারধর করা হয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। আর তা দেখেই অভিযুক্তরা তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যদিও পরে সীতাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ অভিযুক্তকে গ্ৰেফতার করেছে। আরও দু’জনের খোঁজে চলছে তল্লাশি।

 

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ছেলের সঙ্গে পাশের প্রতিবেশী এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে একবার ওই তরুণীকে নিয়ে পালিয়েও যায় মৃত আব্বাসের ছেলে। সেইসময় ওই তরুণী নাবালিকা ছিলেন। ফলে আব্বাসের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই তরুণীর পরিবার। তাঁকে গ্ৰেফতার করে জেলেও পাঠায় পুলিশ। কিছুদিন আগেই মৃত প্রৌঢ়ের ছেলে জেল থেকে ছাড়া পেয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, ওই তরুণীর পরিবারের আশঙ্কা ছিল, আব্বাসের ছেলে ফের তাঁদের মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকে ওই যুবককে ভয় দেখানোর লক্ষ্যেই তাঁর বাবা-মায়ের উপর হামলা চালায় অভিযুক্তরা। কিন্তু মারের চোটে তাঁদের এমন ভয়ানক পরিণতি হবে তা হয়তো বুঝতে পারেনি অভিযুক্তরা। সঙ্গে সঙ্গে ওই তরুণীর বাবা-সহ পাঁচ অভিযুক্ত পালিয়ে যায়। যদিও পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত-সহ ৩ জনকে ইতিমধ্যেই গ্ৰেফতার করা হয়েছে।

 

 

 

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...