Monday, August 25, 2025

জুতো খুলে ICU-তে যান: পরামর্শে রেগে বুলডোজার আনলেন লখনউয়ের মেয়র

Date:

Share post:

পান থেকে চুন খসলেই বুলডোজার নীতি চলছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে(UttarPradesh)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামান্য বাদানুবাদেও হাজির হচ্ছে ‘ধ্বংসের’ প্রতীক বুজডোজার(Buldozer)। হাসপাতালের(Hospital) আইসিইউয়ে(ICU) ঢুকতে গেলে খুলতে হবে জুতো। এটাই জানানো হয়েছিল লখনউয়ের(Lucknow) মেয়র সুষমা খারাকওয়ালকে(Sushma Kharakwal)। সেখান থেকে চিকিৎসকদের সঙ্গে তর্কাতর্কি, এবং সবশেষে হাসপাতাল ভাঙতে বুলডোজার নিয়ে হাজির হলেন মেয়র(Meyor)। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে সামলানো হয় পরিস্থিতি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, লখনউয়ের এক হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়েছিলেন মেয়র সুষমা খারাকওয়াল। সেই সময় আইসিইউয়ে ঢোকার মুখে তাঁকে নিরস্ত করেন চিকিৎসকরা। তাঁকে অনুরোধ জানানো হয়, তিনি যেন জুতো খুলে তিনি ভিতরে যান। তাতেই মেজাজ হারান মেয়র। তাঁর সঙ্গে বিবাদ শুরু হয় চিকিৎসকদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তর্ক চলতে থাকে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মেয়রের সমর্থকরা হাসপাতালে বাইরে জড়ো হন পোস্টার হাতে। শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। তবে সকলকে অবাক করে এই পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় বুলডোজার। যদিও ধংসকাণ্ড চালানোর আগেই উপস্থিত হয় স্থানীয় পুলিশ। এবং দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন তারা। যদিও এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে সম্প্রতি কোনও অপরাধ ঘটলে, বহু ক্ষেত্রেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযুক্তের বাড়ি। তবে বাড়ির পাশাপাশি প্রতিহিংসায় বশবর্তী প্রশাসন এবার হাসপাতাল ভাঙতে চলেছে বুলডোজার দিয়ে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতালের ডিরেক্টর মুদ্রিকা সিং এই ঘটনাকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...