Thursday, August 28, 2025

আর ফিরবেন না পুরানো বাংলোয়, সংসদকে জানালেন রাহুল

Date:

Share post:

সুপ্রিমকোর্টের(Supreme Court) নির্দেশের পর সাংসদ(MP) পদ ফিরে পেলেও পুরানো বাংলোয় ফিরতে নারাজ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। ইতিমধ্যেই রাহুলকে ১২, তুঘলক রোডের পুরনো বাংলোয় ফেরার প্রস্তাব দিয়েছে সংসদের হাউজিং কমিটি। কিন্তু স্পষ্টভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ওয়েনাড়ের সাংসদ। জানালেন, নিজের পুরানো বাংলোয় আর ফিরতে চান না তিনি।

মোদি পদবি মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাট আদালত। যার জেরে সাংসদ পদ খুইয়েছিলেন তিনি। সাংসদ পদ খোয়ানোর মাসখানেকের মধ্যেই সাংসদ হিসেবে পাওয়া ১৮ বছরের বাড়ি ছাড়তে হয় ওয়ানড়ের সাংসদকে। সেসময় হাসিমুখেই বাংলো ছাড়েন রাহুল। বলে দেন, ‘গোটা ভারত আমার ঘর।’ ছেড়ে আসা সেই ঘর ফিরে পেলেও আর ফিরতে চান না তিনি। তবে সুপ্রিম কোর্ট রাহুলের শাস্তির নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ায় ফের সাংসদ পদ ফিরে পান তিনি। কিন্তু রাহুলের সরকারি বাংলোয় প্রত্যাবর্তন নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। সংসদের সচিবালয় রাহুলকে তাঁর ১২, তুঘলক রোডের পুরনো বাড়িতে ফেরার প্রস্তাব দিয়েছে। তবে রাহুল বিকল্প বাড়ির সন্ধান করছেন বলে জানা গিয়েছে।

গত ১৬ আগস্ট দুপুরে বোন প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) সঙ্গে সফদরজং রোডের একটি বাংলো দেখতে যান রাহুল। ওই বাংলোয় একসময় থাকতেন মহারাজা রনজিৎ সিংয়ের উত্তরাধিকারীরা। সেই বাংলোতেও উঠতে পারেন ওয়ানড়ের সাংসদ। কংগ্রেসের একটি মহলের বক্তব‌্য, ভারত জোড়ো যাত্রার পর দেশজুড়ে নতুন ইমেজ তৈরি হয়েছে রাহুলের। নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠা করতেই হয়তো এই পদক্ষেপ। রাহুল শেষ পর্যন্ত কোন বাংলোয় যাবেন, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু পুরনো বাংলোয় যে ফিরবেন না সেটা জানিয়ে দিলেন সংসদকে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...