চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। এই জ্বরেই কাপছে ক্রিকেটপ্রেমীরা। আর এবার এই টুর্নামেন্টের অংশ হলেন বলিউড সুন্দরী উবর্শী রাউতেলা। আইসিসি বিশ্বকাপ ট্রফির উন্মোচন করলেন বলিউড সুন্দরী।

বুধবার প্যারিসে, আইসিসি ট্রফি উন্মোচন করেন উর্বশী। পরনে ছিলেন সোনালী পোশাক। প্যারিসে আইফেল টাওয়ারের সামনেই এক নিদারুণ মুহূর্তের সাক্ষী থাকলেন উর্বশী। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজেই। সেই ছবি পোস্ট করে উবর্শী লেখেন, “প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফির উন্মোচন করলাম। আইফেল টাওয়ারের সামনেই এই নিদারুণ কাজ করলাম আমি।”


এর আগে ফিফা বিশ্বকাপ এর ট্রফি উন্মোচন করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। আর এবার ক্রিকেট বিশ্বকাপে সেই শোভা বাড়িয়ে দিলেন উর্বশী রাউতেলা।

আরও পড়ুন:এএফসি কাপে মুম্বই সিটি এফসির মুখোমুখি নেইমারের আল হিলাল

