Tuesday, May 20, 2025

চাঁদের পর সূর্য! সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাড়ি দেবে ‘আদিত্য-এল১’!

Date:

Share post:

বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে তৈরি হয়েছে ইতিহাস। ভারতের সাফল্যের মুকুটে জুড়েছে নয়া পালক। চন্দ্রযান ৩ অভিযান ১০০% সফল। বিক্রম (Lander Vikram) নিরাপদে অবতরণ করেছে এবং সূর্যের আলো পাওয়ার পর রোভার প্রজ্ঞান তার কাজ শুরু করে দিয়েছে। আগামী দুই সপ্তাহেই চাঁদের অজানা তথ্য চলে আসবে ভারতের হাতে। বিশ্ব যা করে দেখাতে পারিনি ভারত সেটা করেছে। এখন আর ফিরে তাকাতে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। এবার লক্ষ্য সূর্যের দেশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ইসরো লঞ্চ করতে চলেছে আদিত্য-এল১ (Aditya L1)।

চাঁদে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) পাঠানো ভারতবর্ষের সাফল্যের নেপথ্যে যুক্ত এক ঝাঁক বাঙালি। সূর্য জয়ের লক্ষ্যে এবার অগ্রসর হচ্ছেন তাঁরা। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-কে পাঠানোর দায়িত্ব ছিল নিউ গড়িয়ার পঞ্চসায়রের শুভ্রদীপ এবং তাঁর সহকর্মীদের কাঁধে। এবার কোনও ভুল নয়, তাই তাঁরা সফল। এই সাফল্যের মাঝেই শুভ্রদীপ জানাচ্ছেন যে আগামী মাসের শুরুতেই সূর্যের পথে পাড়ি দেবে ভারত। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যেহেতু সূর্যের পৃষ্ঠে নামা সম্ভব নয়, তাই আদিত্য-এল১ নামের যে মহাকাশযান পাঠানো হবে, সেটি যাবে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত। ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১ বলে একটা জায়গা পর্যন্ত পাঠানো হবে এই মহাকাশযানকে। ওই জায়গায় পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ থাকে না। আদিত্য-এল১ নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলে আজীবন থেকে যেতে পারবে। এখন সেদিকেই নজর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার,২ অথবা ৩ সেপ্টেম্বর আদিত্য-এল১-কে পাঠানো হবে।সূর্যের পথে যেতে লাগবে ১৮০ দিন। শুভ্রদীপ জানিয়েছেন যে ভারত এর আগে এত দূরে কোনও মহাকাশযান পাঠায়নি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। আদিত্য-এল১ যাবে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। তারই কাজ চলছে পুরোদমে।

 

spot_img

Related articles

অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে, পিছিয়েই চলেছে দল নির্বাচন

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজে নামবে ভারত(India Test Team)। হাতে আর মাত্র ৩১ দিন সময়...

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও...

আর জি কর-কাণ্ডে নয়া মোড়! ফের অভয়ার DNA রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

আর জি কর মামলায় (R G Kar Case) অভয়ার পরিবারের দেওয়া ডিএনএ রিপোর্ট (DNA Report) ঘিরে ফের চাঞ্চল্য...

জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জল বেড়েছে। আত্রেয়ী নদীর (Atrayee river) জল বেড়ে সোমবার রাতে বালুরঘাটে...