Saturday, January 10, 2026

চাঁদের পর সূর্য! সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাড়ি দেবে ‘আদিত্য-এল১’!

Date:

Share post:

বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে তৈরি হয়েছে ইতিহাস। ভারতের সাফল্যের মুকুটে জুড়েছে নয়া পালক। চন্দ্রযান ৩ অভিযান ১০০% সফল। বিক্রম (Lander Vikram) নিরাপদে অবতরণ করেছে এবং সূর্যের আলো পাওয়ার পর রোভার প্রজ্ঞান তার কাজ শুরু করে দিয়েছে। আগামী দুই সপ্তাহেই চাঁদের অজানা তথ্য চলে আসবে ভারতের হাতে। বিশ্ব যা করে দেখাতে পারিনি ভারত সেটা করেছে। এখন আর ফিরে তাকাতে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। এবার লক্ষ্য সূর্যের দেশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ইসরো লঞ্চ করতে চলেছে আদিত্য-এল১ (Aditya L1)।

চাঁদে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) পাঠানো ভারতবর্ষের সাফল্যের নেপথ্যে যুক্ত এক ঝাঁক বাঙালি। সূর্য জয়ের লক্ষ্যে এবার অগ্রসর হচ্ছেন তাঁরা। পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩-কে পাঠানোর দায়িত্ব ছিল নিউ গড়িয়ার পঞ্চসায়রের শুভ্রদীপ এবং তাঁর সহকর্মীদের কাঁধে। এবার কোনও ভুল নয়, তাই তাঁরা সফল। এই সাফল্যের মাঝেই শুভ্রদীপ জানাচ্ছেন যে আগামী মাসের শুরুতেই সূর্যের পথে পাড়ি দেবে ভারত। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যেহেতু সূর্যের পৃষ্ঠে নামা সম্ভব নয়, তাই আদিত্য-এল১ নামের যে মহাকাশযান পাঠানো হবে, সেটি যাবে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত। ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১ বলে একটা জায়গা পর্যন্ত পাঠানো হবে এই মহাকাশযানকে। ওই জায়গায় পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ থাকে না। আদিত্য-এল১ নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলে আজীবন থেকে যেতে পারবে। এখন সেদিকেই নজর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার,২ অথবা ৩ সেপ্টেম্বর আদিত্য-এল১-কে পাঠানো হবে।সূর্যের পথে যেতে লাগবে ১৮০ দিন। শুভ্রদীপ জানিয়েছেন যে ভারত এর আগে এত দূরে কোনও মহাকাশযান পাঠায়নি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। আদিত্য-এল১ যাবে ১৫ লক্ষ কিলোমিটার দূরে। তারই কাজ চলছে পুরোদমে।

 

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...