Sunday, August 24, 2025

মুম্বইয়ে I.N.D.I.A.-র বৈঠকে চূড়ান্ত হতে পারে কনভেনরের নাম, আরও আঞ্চলিকদলের যোগদানের সম্ভাবনা

Date:

Share post:

লোকসভা ভোটের সলতে পাকানোর কাজ চলছে জোর কদমে। বিজেপিকে দিল্লি থেকে সরাতে তৎপর INDIA জোট। দুদফার বৈঠকের পর তৃতীয় বৈঠক মুম্বইয়ে। আর সেখানেই এই বিরোধী জোটের কনভেনর চূড়ান্ত হবে বলে সূত্রের খবর। একই সঙ্গে ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটিও তৈরি হতে পরে বৃহস্পতি ও শুক্রবারের বৈঠকে।

পাটনা থেকে শুরু। তারপর বেঙ্গালুরু। এবার মুম্বই (Mumbai)। INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এবং তৃতীয় নাম শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের নিরিখে এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে কী ভূমিকা থাকে সেটা দেখার। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে।

বেঙ্গালুরুতে INDIA জোটে দ্বিতীয় বৈঠকে গত বৈঠকে ২৬টি দল অংশ নিয়েছিল। মুম্বইয়ের বৈঠকে আরও কয়েকটি আঞ্চলিকদল যোগ দিতে পারে বলে সূত্রের খবর। এনডিএ জোটের শরিক মহারাষ্ট্রের স্বাভিমানী শেতকারি সংগঠন বৈঠকে যোগ দিতে পারে। আসতে পারেন বিজেপির পুরনো শরিক মহারাষ্ট্রের কোলাপুর জেলার হাতকানাঙ্গালে কেন্দ্রের ২বারের সাংসদ রাজু শেট্টি। এর বাইরে অসম, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের আরও আটটি দল ‘INDIA’য় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক মহলের নজর ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বরের বৈঠকে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...