Monday, November 10, 2025

রাজস্থানে দলিত ছাত্রের অস্বাভাবিক মৃ*ত্যুর ঘটনায় সা*সপেন্ড দুই শিক্ষক

Date:

Share post:

এবার রাজস্থানের একটি স্কুলে দশম শ্রেণির এক ছাত্রকে জাত তুলে গালাগাল এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। সেই ছাত্র স্কুলের হস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ছাত্রের পরিবার দুই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পরিবারের অভিযোগ, স্কুলের প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যালের বিরুদ্ধেও।তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজস্থানে সাসপেন্ড করা হয়েছে দুই শিক্ষককে।

রাজস্থানের ঘটনাটি রাজ্যের কোটপুতলি-বহরোড় জেলার। সেখানে জওহর নবোদয় আবাসিক বিদ্যালয়ে গত ২৩ তারিখ রাতে স্কুলের হস্টেলে ঘটনাটি ঘটে। ওই ছাত্রের কাকা থানায় অভিযোগ করেন, আগের দিন রাতে ছাত্রটি তার বাবাকে ফোন করে জানায়, দুই শিক্ষক তাঁকে ক্লাসে সহপাঠীদের সামনে জাত তুলে গালমন্দ করেছে। আগেও একাধিকবার ওই ছাত্রের জাত তুলে গালমন্দ করে দুই শিক্ষক। কাকার বক্তব্য, ছাত্রটি বাবাকে আরও জানায়, সে প্রিন্সিপ্যাল এবং ভাইস প্রিন্সিপ্যালকে সে দুই শিক্ষকের আচরণের কথা জানায়। প্রিন্সিপ্যাল তাকে বলে ছোট জাতের হলে কথা তো শুনতেই হবে।

অভিযোগ, প্রিন্সিপ্যালকে নির্যাতনের কথা জানানোয় দুই শিক্ষক ওই ছাত্রকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখায়। ছেলের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষক এবং প্রিন্সিপ্যাল ও ভাইস প্রিন্সিপ্যালকে গ্রেফতারের দাবি তুলেছিল আত্মঘাতী ছাত্রের পরিবার। গ্রেফতার না করা পর্যন্ত সন্তানের দেহ দাহ করতে অস্বীকার করে মৃত ছাত্রের পরিবার। পরে পদস্থ পুলিশ কর্তারা উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ায় ছাত্রের দেহ সৎকার করে পরিবার।

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...