ফের পিছিয়ে গেল মানিকপুত্রের শুনানি, জামিন অথৈ জলে

0
3

নিয়োগ মামলায় ফের পিছিয়ে গেল মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)ছেলে শৌভিক ভট্টাচার্যের শুনানি। বুধবার ওই মামলার শুনানির কথা ছিল। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে শুনানি হবে। তদন্তকারী সংস্থা ইডির (ED)তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। আদালতে জানানো হয় যে এই মামলার তদন্তকারী আধিকারিক পরিবর্তিত হয়েছেন। নতুন করে এই মামলায় ইডির বক্তব্য জানানো হতে পারে। তার জন্য অন্তত দু’দিন সময় দরকার।বিচারপতি ইডির বক্তব্য শুনে আগামী সপ্তাহে মামলাটির শুনানির দিন ধার্য করেছেন। সেই সঙ্গে আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির দিনই ইডিকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। মানিকের স্ত্রী শতরূপাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। আদালত জানিয়েছিল, এক লক্ষ টাকার বন্ডে জামিন পাবেন শতরূপা। তিনি রাজ্যের বাইরে কোথাও যেতে পারবেন না। এ ছাড়া, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে ইডির কাছে। তার পরেই মানিক এবং শতরূপার পুত্র শৌভিকও (Souvik Bhattacharya)জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু সেই শুনানি ফের পিছিয়ে গেল।

নিয়োগ মামলায় এদিন ফের আদালতের কাছে ভর্ৎসনার মুখে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বুধবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের রীতিমতো ধমক দেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, মানিক ভট্টাচার্য ছাড়া আর কারা যুক্ত আছেন সেই তথ্য প্রমাণ কবে মিলবে? সেই সঙ্গেই বিচারপতির প্রশ্ন, “পঞ্চায়েত নির্বাচনের সময় একটু তাড়াহুড়ো হল তারপর আবার ঘুমিয়ে পড়লেন? এতবড় দুর্নীতি কারও একার মস্তিষ্কপ্রসূত হতে পারে না।” ফের কেন্দ্রীয় এজেন্সিকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন বিচারপতি।