Friday, January 30, 2026

শিল্পপতি নরেশ গোয়েলকে ৯ দিনের ED হেফাজতে পাঠাল আদালত

Date:

Share post:

৫৩৮ কোটি টাকার কানাড়া ব্যাঙ্ক(Kanara Bank) ঋণ জালিয়াতির অভিযোগে গুক্রবার রাতে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার তাঁকে আদালতে তোলা হলে শিল্পপতি নরেশ গোয়েলকে(Naresh Goyel) ১১ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজত দিল বিশেষ পিএমএলএ আদালত।

ব্যাঙ্ক জালিয়াতি মামলায় শুক্রবার দুপুর দুটো নাগাদ নরেশ গোয়েলকে ইডি দিল্লি থেকে মুম্বই নিয়ে যায়। সেখানে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১১ টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার বিশেষ পিএমএলএ আদালতে নরেশকে তোলা হলে তাঁকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চাওয়া হয় ইডির তরফে। আদালত যদিও নরেশকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। শনিবার আদালতে ইডির আইনজীবী জানান, ঋণ হিসাবে নেওয়া ৯৪৬ কোটি টাকা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগিয়েছে গয়াল পরিবার। আসবাব এবং গয়না কিনতে কিছু টাকা ব্যয় করেছেন নরেশ এবং তাঁর স্ত্রী অনিতা। এমনকি নরেশের কন্যা নম্রতা বাড়ির পরিচারকদের ঋণের টাকা থেকেই বেতন দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেই নরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কানাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় নরেশ, তাঁর স্ত্রী অনিতা এবং গৌরাঙ্গ শেট্টি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলেন, জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডকে (জেআইএল) ৮৪৮.৮৬ কোটি টাকার যে ঋণ মঞ্জুর করা হয়েছিল তার মধ্যে ৫৩৮.৬২ কোটি টাকা বকেয়া রয়েছে। ব্যাঙ্কের আরও অভিযোগ ছিল যে, জেআইএল নিজেদের অডিটে দেখিয়েছিল যে, তারা তাদের বিভিন্ন সংস্থাকে সীমার বাইরে গিয়ে ১৪০০ কোটিরও বেশি টাকা দিয়েছিল। এ বছর মে মাসে নরেশের বিরুদ্ধে প্রতারণার মামলা করে সিবিআই এবং আর্থিক তছরুপের মামলা করে ইডি। মে মাসেই নরেশের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। নরেশ ছাড়াও জেটের একাধিক প্রাক্তন আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। দিল্লি, মুম্বই-সহ দেশের ৭টি জায়গায় তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি ছিল, কানাড়া ব্যাঙ্কের ওই বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করেছেন জেট-কর্তা নরেশ। এই দুর্নীতিতে সংস্থার বেশ কয়েক জন আধিকারিকও অভিযুক্ত।

spot_img

Related articles

নাজিরাবাদের শুভেন্দুর ‘শোক মিছিলে’ বাজল ডিজে! চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল

একটি মিছিল করবেন। আর তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে রাজ্য প্রশাসনের হাজারো ভুল তুলে ধরার চেষ্টা করছিলেন বিরোধী...

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...