Sunday, August 24, 2025

পুজোয় এবার বড় চমক, মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে মুক্তি পাচ্ছে ‘জন্মদিনের গান’!

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM of West Bengal Mamata Banerjee) বরাবরই সাহিত্য সংস্কৃতির নানা আঙ্গিকে নিজেকে জড়িয়ে রাখেন। বিভিন্ন সময়ে সঙ্গীত চর্চা (Music ) করতে দেখা যায় তাঁকে। যদিও তিনি কখনই এই সব নিয়ে খুব একটা বেশি প্রচার চান না। কিন্তু এবারের পুজোয় (Durga Puja) মুখ্যমন্ত্রীর কথা এবং সুরে সম্পূর্ণ নতুন আটটি গান মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে ছয়টি গান রেকর্ড করা হয়ে গেছে। তবে যে দুটি গানের রেকর্ডিং বাকি আছে সেখানে অন্যতম আকর্ষণ ‘হ্যাপি বার্থডে’র বাংলা ভার্সন, যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং।

বাংলার মুখ্যমন্ত্রী নানা কাজে বিভিন্ন সফরে যাওয়ার সময়, তাঁর যাত্রাপথের মাঝে এই গানগুলি লিখেছেন বলে জানা যাচ্ছে।কখনও হেলিকপ্টারে বসে, কখনও বা বিমানে এই গানের সৃষ্টি । একটি করে গান লেখা হয়েছে আর তা তিনি পাঠিয়েছেন মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেনকে। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে ‘শুভ-জন্মদিন’ গানটি বাঙালির কাছে হাজির হতে চলেছে এই পুজোতে। এদিন গানটি বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর নিজের ঘরে গুনগুন করছিলনে মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীলকে দু’লাইন গাইতে বললে তিনি গেয়ে শোনান। জানা যায়, গানটির একটি ইতিহাস আছে। এর আগে স্কটল্যান্ডে যাওয়ার সময় মুখ্যসচিব মলয় দে’র জন্মদিন ছিল। বিদেশ সফরের সেই দিনেই গানটি একরকম তৈরি হয়ে যায়। নতুন আঙ্গিকে সেই গান এবার শ্রোতাদের কাছে হাজির হচ্ছে দুর্গা পুজোর মরশুমে। এমনিতেই মুখ্যমন্ত্রীর গাওয়া গান সব সময় হিট। অনেক প্রথিতযশা শিল্পী তাঁর কথায় ও সুরে গান গেয়েছেন। সম্প্রতি টেলি অ্যাকাডেমির মঞ্চে সিরিয়ালের জনপ্রিয় গান লেখার জন্য তাঁর নাম ঘোষণা হলেও তিনি পুরস্কার নিতে অস্বীকার করেন।

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...