Sunday, January 11, 2026

INDIA’তে ডাক না পেয়ে ক্ষুব্ধ JD(S) বিজেপির সঙ্গে NDA জোটে

Date:

Share post:

ইন্ডিয়া জোটে(INDIA Alliance) আমন্ত্রণ না পেয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন জেডি(এস) প্রধান এইচ ডি দেবেগৌড়া। এবার ২০২৪ এর নির্বাচনের লক্ষ্যে বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিলেন তিনি। যোগ দিলেন এনডিএ জোটে। অবশ্য জেডি(এস)-এর এনডিএ জোটের আভাস আগেই দিয়েছিলেন দেবেগৌড়ার পুত্র কুমারস্বামী(HD Kumarswami)। সেইমতো এবার বিরোধী শিবিরে ‘ব্রাত্য’ হয়ে নির্বাচনী অঙ্কে ফায়দা তুলতে এনডিএতে(NDA) যোগ দিল কন্নড় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দল। জানা যাচ্ছে, লোকসভায় বিজেপির সঙ্গে জোট বেঁধে কর্নাটকে লড়বে তারা।

লোকসভা নির্বাচনে মাথায় রেখে বিরোধীরা জোটবদ্ধ হলেও সেই জোটে আমন্ত্রণ জানানো হয়নি জেডিএসকে(JDS)। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ ছিলেন কুমারস্বামী। প্রকাশ্যে জানিয়েছিলেন, ওরা আমাদের গুরুত্ব দেয় না। এবং সুযোগ তৈরি হলে জেডিএস যে এনডিএ-তে যোগ দেবে সেকথাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। সেইমতো লাভ ক্ষতি হিসেব করে এনডিএ-তে যোগ দিল জেডিএস। তবে এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক মহলের ধারণা, কর্নাটকে বিধানসভা নির্বাচনে চুড়ান্ত ভরাডুবির পর নিজেদের ভোটব্যাংক পুনরুদ্ধার করতে উঠে পড়ে লেগেছে জেডিএস। জেডিএস (JDS) শীর্ষ নেতৃত্ব মনে করেন, বিজেপির সঙ্গে জোট করলে সেরাজ্যে কংগ্রেসকে হারানো সম্ভব। সেকারণেই লোকসভার আগে তাঁরা ভিড়ছেন গেরুয়া শিবিরে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার(HD Deve Gowda) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্যক্তিগত সম্পর্ক ভাল। সেই সম্পর্ককে কাজে লাগিয়েই জোটের জমি তৈরি হয়েছে। কুমারস্বামী ইতিমধ্যেই মোদি এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করে জোট বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্নাটকের ২৮টি আসন নিয়ে আসনরফাও মোটামুটিভাবে হয়ে গিয়েছে। ২৮ আসনের মধ্যে ৫টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছে জেডিএস। এই পাঁচ আসনে বেশ শক্তিশালী জেডিএস। বিজেপিও প্রাথমিকভাবে জেডিএসকে ওই ৫ আসন ছাড়তে রাজি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে পর্যন্ত নিজেকে প্রবলভাবে বিজেপি (BJP) বিরোধী বলে দাবি করতেন দেবেগৌড়ার পুত্র কুমারস্বামী। বিরোধী শিবিরের সব বৈঠকে থাকত তাঁর দল। এমনকী কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করে গিয়েছিলেন দেবেগৌড়ার ছেলে তথা জেডিএসের বর্তমান সুপ্রিমো এইচডি কুমারস্বামী। কিন্তু কন্নড়ভূমে পালাবদল হতেই সুর বদলে গিয়েছে তাঁদের।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...