Friday, December 19, 2025

মণিপুরকাণ্ডে নিশানায় সংবাদমাধ্যম, এডিটরস গিল্ড সদস্যদের সুপ্রিম রক্ষাকবচ

Date:

Share post:

মণিপুরে(Manipur) হিংসার ঘটনায় সংবাদমাধ্যমের উপর দায় চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। এমনকি এডিটরস গিল্ড সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সরকারের হুঁশিয়ারির পেয়ে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন এডিটর গিল্ড সদস্যরা। সেখানেই মিলল স্বস্তি। শীর্ষ আদালতের তরফে রাজ্যসরকারকে(State Govt) নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হল গিল্ড সদস্যদের ব্যাপারে কোনও দমনমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য। আদালতে ৩ বিচারপতিকে নিয়ে বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই বেঞ্চের সভাপতিত্বে ছিলেন স্বয়ং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সাম্প্রতিক সময়ে মণিপুরে চলতে হিংসার ঘটনায় সংবাদমাধ্যমকে দায়ি করেছিল সেখানকার সরকার। অভিযোগও দায়ের করা হয় ‘এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’র(EGI) বিরুদ্ধে। সরকারের তরফে জানানো হয়, এডিটর গিল্ডের সদস্যরা রাজ্যে আরও বেশি করে সংঘর্ষ এবং হিংসার ঘটনা ঘটাতে চাইছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং বলেন, “মণিপুরের সংকট নিয়ে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’-এর নামে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, তা খুবই নিন্দনীয়। আমরা সবাই মিলে চেষ্টা করছি রাজ্যে শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার। আর, এডিটরস গিল্ডের সদস্যরা চাইছেন এখানে আরও বেশি হিংসা এবং অশান্তি ছড়াতে। তাই তাদের নামে এফআইআর দায়ের করা হয়েছে।”

সরকারের তরফে এফআইআর দায়ের করে জানানো হয়, ‘এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’র রিপোর্টে একটি পোড়া বাড়ির ছবি প্রকাশ করা হয়। এবং তার নিচে লেখা হয়, ওই পোড়া বাড়ি একটি কুকি পরিবারের। যা ৫ মে জ্বালিয়ে দেওয়া হয়। যদিও সেই রিপোর্ট সঠিক ছিল না। বাস্তবে সেটি ছিল চূড়াচাঁদপুরের একটি গ্রামের বনবিভাগের অফিসের। ইজিআই এই ঘটনায় নিজেদের ভুল স্বিকার করে জানায়। ওই তথ্য ভুল ছিল আমরা দুঃখিত। তবে এই ইস্যুকে হাতিয়ার করে সংবাদমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৎপর হয় এন বিরেন সিংয়ের সরকার। সেই ঘটনায় অবশ্য সুপ্রিম নির্দেশ স্বস্তি পেল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’র সদস্যরা।

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...