Sunday, August 24, 2025

স্কুলে যাওয়ার পথে বি.পত্তি! মুজফফরপুরে উল্টে গেল নৌকা, সহযোগিতার আশ্বাস নীতীশের

Date:

Share post:

নৌকায় চেপে স্কুলে যাওয়ার পথেই চরম দুর্ঘটনা। বিহারের (Bihar) মুজফ্ফরপুরের (Muzaffarpur) বাগমতী নদীতে আচমকাই ডুবে গেল নৌকা (Boat Capsized)। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওই নৌকায় করে ৩৪ জন পড়ুয়া স্কুলে যাচ্ছিল। তখনই আচমকা নৌকা উল্টে বাঁধে বিপত্তি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শিশুদের নিয়ে বাগমতী নদী পারাপার করছিল নৌকাটি। মাঝনদীতে আসতেই সেটি উল্টে যায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এদিন দুর্ঘটনার পর স্কুল পড়ুয়া শিশুদের বাঁচাতে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় ২০ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের কোনও খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে জোরকদমে তল্লাশি শুরু হয়েছে।

তবে এদিন নৌকাডুবির খবর পেয়ে ঘাটের ধারে ভিড় জমান স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির দাবি জানালেও লাভের লাভ কিছুই হয়নি। এই বিষয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই বলেও অভিযোগ তাঁদের। ঘটনাক্রমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার রয়েছেন মুজফ্ফরপুর জেলাতেই। এই জেলায় একটি ক্যানসার হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে মুজফফরপুরের জেলা প্রশাসনকে সররকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।

ইতিমধ্যে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। পুলিশ জানিয়েছে, ডুবুরি নিয়ে এসে তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার নদীর জলের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নৌকাটির মাঝি। যার জেরে মাঝনদীতেই উল্টে যায় স্কুলপড়ুয়া বোঝাই নৌকাটি।

 

 

 

 

 

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...