Friday, January 9, 2026

সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি কলকাতায়! কতদিন চলবে বর্ষণ?

Date:

Share post:

নিম্নচাপের কারণে বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর শুক্রবার ভোর থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও এই নিম্নচাপের প্রভাবে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তবে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।

আরও পড়ুনঃবৃষ্টিতে পিছলে গেল বিমানের চাকা, গুরুতর আহ.ত ৮!

হাওয়া অফিস জানিয়েছে, এখন উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় রয়েছে নিম্নচাপ। তার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাও়ড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে।
এদিকে নিম্নচাপের জেরে দীঘায় উত্তাল সমুদ্র।ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সে কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার সকাল থেকেই কলকাতা এবং আশপাশের জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। তার জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কলকাতায় বৃষ্টির জেরে তৈরি হয়েছে তীব্র যানজট। টানা এভাবে বৃষ্টি চললে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।
সকাল থেকেই কলকাতা এবং আশপাশের জেলায় দফায় দফায় বৃষ্টি। তার জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমেছে। তৈরি হয়েছে তীব্র যানজট। শুক্রবার বৃষ্টি হলে একই ভাবে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।

 

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পালনে তৎপর কলকাতা পুলিশ, বাবুঘাটে কড়া নিরাপত্তা

শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের আগমন বাড়তেই নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে...

রাস্তাই রাস্তা: ইডি-র হানার প্রতিবাদে মিছিল মমতার, রাজপথে জনজোয়ার

রাস্তাই আমাদের রাস্তা- আইপ্যাকের (I-PAC) বিরুদ্ধে হানার প্রতিবাদে এবার রাজপথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

এবার আইপ্যাক-এ ইডি হানার বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক, নদিয়ায় বাধলেন তৃণমূলের টার্গেট

বাংলায় ভোট-কেন্দ্রীয় এজেন্সি-অতি সক্রিয়তা। গত কয়েক বছরের এটা বিজেপির ছক। কেন্দ্রীয় এজেন্সি ইডি-র অতি সক্রিয়তার জেরে গতকাল বৃহস্পতিবার...

অন্তর্বাসের আকার বদল, বিধায়ক পদ হারিয়ে তিন বছরের কারাদণ্ড কেরলের নেতার!

গোপন কথাটি রইল না গোপনে, অন্তর্বাস বদলানোর (resizing the underwear) খেসারত দিতে বিধায়ক পদ হারাতে হল কেরলের ৭১...