বৃষ্টিতে পিছলে গেল বিমানের চাকা, গুরুতর আহ.ত ৮!

বৃষ্টির জেরে বিমানবন্দরে (Mumbai Airport)ল্যান্ড করার সময় আচমকাই পিছলে গেল প্রাইভেট জেটের (Private Jet) চাকা। ঘটনার জেরে আটজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই।

সূত্র মারফত জানা যাচ্ছে বিশাখাপত্তনম থেকে মুম্বই এসেছিল একটি প্রাইভেট জেট। বিমানটিতে পাঁচ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী ছিলেন। ২৭ নম্বর রানওয়েতে নামার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা একেবারে কমে যায়।মাত্র ৭০০ মিটার দৃশ্যমানতার মধ্যেই ল্যান্ডিং করার চেষ্টা করে প্রাইভেট জেটটি। আর তখনই ঘটে দুর্ঘটনা।ভেজা রানওয়ের উপর বিমান দাঁড় করাতে গিয়ে আচমকা চাকা পিছলে যায়। ফলে বিমানটি উল্টো দিকে ঘুরে যায় এবং চোখের পলকেই বিমানে আগুন ধরে যায়। এরপর মুম্বই বিমানবন্দরে কিছুক্ষণের জন্য পরিষেবা স্তব্ধ রাখা হয়। দ্রুত উদ্ধারকারী দল যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বড়সড় কোন ক্ষতি হয়নি বলেই বিমানবন্দর সূত্রে খবর।

Previous articleলা লিগার সঙ্গে ঐতিহাসিক চুক্তি, বাংলায় হবে ফুটবল অ্যাকাডেমি
Next articleকেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বৈঠকে হাজির রাজ্যের উপাচার্যদের একাংশ, ‘ ক্রীতদাস’ বলে ক.টাক্ষ শিক্ষামন্ত্রীর!