Friday, January 2, 2026

জমি নিয়ে বিবা*দের জের! যোগীরাজ্যে একই পরিবারের ৩ জনকে খু*ন

Date:

Share post:

ফের নৃশংস হত্যালীলার জন্য সংবাদের শিরনামে উঠে এল যোগীরাজ্য। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বীতে।

আরও পড়ুনঃ যোগীরাজ্যে জুভেনাইল হোম যেন নির্যা.তনের আঁতুড়ঘর, ভ.য়ঙ্কর ভিডিও ভাইরাল
পুলিশ সূত্রে খবর, হরিলাল নামে এক ব্যক্তির সঙ্গে সুভাষ নামে মহিদীনপুর গ্রামের অন্য এক জনের অনেকদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। এইনিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকত। শুক্রবার সকালে সেই ঝামেলা চরমে পৌঁছয়। অভিযোগ, এরপরই সুভাষ এবং তাঁর পরিবারের সদস্যরা হরিলালের পরিবারের উপর চড়াও হন। বচসা থেকে শুরু হলেও তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষের হাতাহাতির মধ্যে সুভাষ আচমকাই ধারালো অস্ত্র নিয়ে হরিলাল, তাঁর মেয়ে ব্রিজকালী এবং জামাই শিবসাগরের উপর হামলা করে। রাগের বশে তাঁদের উপর চড়াও হয়ে একের পর একজনের উপর কোপ বসাতে থাকেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হরিলাল এবং তাঁর পরিবারের দুই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। চিকিৎসকেরা আহত তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই উত্তেজনা ছড়ায় কৌশাম্বীর ওই গ্রাম।
হরিলালের আত্মীয় এবং গ্রামবাসীরা অভিযুক্ত সুভাষের বাড়িতে পাল্টা চড়াও হন। বাড়ি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। কৌশাম্বীর পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, যে জমি নিয়ে দুই পরিবারের বিবাদ, বিতর্কিত সেই জমির উপরে মেয়ে-জামাইয়ের জন্য বাড়ি বানিয়েছিলেন হরিলাল। তাঁর জামাই সেই জমির পাশে একটি দোকানও খুলেছিলেন। কিন্তু বাড়ি এবং দোকান নিয়ে আপত্তি জানিয়েছিলেন সুভাষ। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...