Tuesday, August 26, 2025

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই সমুদ্রস্নান! মন্দারমণিতে চ.রম বি.পদে কলকাতার ৫ যুবক

Date:

Share post:

সমুদ্রে স্নান করতে নামাই কাল! পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল (Drowned) কলকাতার (Kolkata) ৫ যুবক। শুক্রবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মন্দারমণির (Mandermani) সমুদ্র সৈকত। পুলিশ সূত্রে খবর, পাঁচ যুবকের মধ্যে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে খবর এবং অপর ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপর দুই যুবকের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁদের খোঁজে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নাভেদ আখতার (৩০)। এরা সকলেই কলকাতার ধর্মতলার (Dharmatala) আশপাশের এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই পাঁচ পর্যটক কলকাতা থেকে মন্দারমণি ঘুরতে এসেছিলেন। তবে শুক্রবার সকাল থেকেই সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় বারবার প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হয়। কিন্তু সমুদ্রে বেরাতে গিয়ে সমুদ্রস্নান করা যাবে না, তা মানতে আপত্তি জানায় ওই ৫ যুবক। এরপর দুপুরের দিতে প্রশাসনের নজরদারি কমতেই ওই যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন। তাঁরা প্রত্যেকেই মদ্যপ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এরপর আচমকাই স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান ৫ জন। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি তিন জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অপর এক জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবারই কলকাতা থেকে মন্দারমণিতে ঘুরতে গিয়েছিলেন ওই যুবকরা। আর শুক্রবারই এমন মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটেছে বিপত্তি। তবে মৃত যুবকদের নাম জানা গেলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে দীর্ঘক্ষণ জলের তলায় থাকায় তাঁদের বেঁচে থাকা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

 

 

spot_img

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...