Friday, December 5, 2025

দল বিরোধী কাজ বরদাস্ত নয়! জলঙ্গির বিধায়ককে শোকজ করে অবস্থান স্পষ্ট করল তৃণমূল

Date:

Share post:

দল বিরোধী (Anti Party Activities) কাজকে যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা আগেভাগেই জানিয়েছিল দল। আর সেই দল বিরোধী কাজের জন্যই মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাককে (Abdur Razzak) শোকজ করল দল। দলীয় সূত্রে খবর, তৃণমূলের (TMC) যুব জেলা সভাপতি রাকিবুল ইসলামের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন জলঙ্গির বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তা আরও প্রকট হয়। আর এমন আবহে জলঙ্গির বিধায়ককে শোকজ করে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। ইতিমধ্যে বিধায়ককে শোকজ (Show Cause) নোটিশ পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে খবর, বাম-কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের অভিযোগ ওঠে বিধায়ক আব্দুল রাজ্জাক ও উত্তর জোনের ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকারের বিরুদ্ধে। আর সেই অভিযোগ সামনে আসতেই তাঁদের শোকজের সিদ্ধান্ত নিল দল। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সংগঠনিক জেলা সভাপতি সাওনী সিংহ রায়ের অভিযোগ, এখানকার বিধায়ক ও ব্লক সভাপতি কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে প্রতিটি জায়গায় সিপিএম ও কংগ্রেসকে (CPIM-Congress) সুবিধা করে দিয়েছেন, তা দলের পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। আমরা বারবার তাঁকে বলেছি, কর্মীদের নিয়ে চলার জন্য। কিন্তু সেটা তিনি করেননি।

পাশাপাশি তাঁর আরও অভিযোগ, পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ক্ষেত্রেও বিধায়ক ও জেলা পরিষদের এক সদস্য দলকে ভোট না দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সমর্থনে সিপিএমের পক্ষ থেকে স্থায়ী সমিতি গঠন হয়ে গেল। এটা জেলার পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা তাঁকে শোকজ নোটিস পাঠাচ্ছি। দীর্ঘদিন এভাবে চলতে পারে না। জলঙ্গির মাটি তৃণমূলের মাটি। তৃণমূলের মাটির উপর দাঁড়িয়ে কেউ মীর্জাফরগিরি করবে, এটা আমরা মেনে নিতে পারব না।

 

 

 

spot_img

Related articles

চলে গেলেন ভারতের কসমেটিক্স জগতের সম্রাজ্ঞী , সিমোনে টাটার মৃত্যুতে শোকের ছায়া শিল্পমহলে

প্রয়াত ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোনে টাটা (Simone Tata)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach...

খেলা শুরুর আগেই লাল কার্ড, সুপার কাপে তুমুল বিতর্ক! নিয়ম কী বলছে?

খেলা শুরুর আগেই লাল কার্ড! ভারতীয় ফুটবলে অদ্ভুত ঘটনা। সুপার কাপ সেমিফাইনালে গোয়া অধিনায়ক গুরোক্সেনার লাল কার্ড(Red Card)...

ক্যানিংয়ে স্ত্রীর হাত-পা বেঁধে গলায় বেল্ট দিয়ে ঝুলিয়ে মার! পলাতক অভিযুক্ত

স্বামীর হাতে নৃশংস নির্যাতনের শিকার ক্যানিংয়ের (Canning) গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেরা অন্তঃসত্ত্বার চুলও কেটে দেয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে...

ডিমের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি, কড়া পদক্ষেপের পথে রাজ্য

  রাজ্যে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় (Egg  Price increased)পরিস্থিতি মোকাবিলায় কড়া নজরদারির পথে হাঁটল রাজ্য সরকার (Govt of...