ফের বিমানে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি । জরুরি অবতরণ করতে বাধ্য হল ইন্ডিগোর একটি বিমান। শনিবার গভীর রাতে লক্ষ্ণৌ থেকে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবি যাওয়ার পথে ঘটনাটি ঘটে। পাইলট মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তার পরেই দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে ।

আরও পড়ুনঃ ময়লার স্তূপের মধ্যে বো*মা!আত*ঙ্ক ছড়াল হরিদেবপুরে, এলাকায় বম্ব স্কোয়াড
বিমান সংস্থাটির খবর, ১৫৫ জন যাত্রী নিয়ে লক্ষ্ণৌ থেকে আবু ধাবির পথে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি বিমান। কিন্তু মাঝ আকাশে ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এরপরই যাত্রী সুরক্ষার্থে নিকটবর্তী দিল্লি বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট । সেই মতো আবেদন যায় এটিসিতে। শেষ পর্যন্ত রাত ১০টা ৪২ নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে দিল্লির রানওয়েতে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানে ‘হাইড্রলিক ফেলিওর’ হয়েছিল। তার জেরেই যান্ত্রিক গোলমাল এবং দিল্লিতে জরুরি অবতরণ। যদিও যাত্রীরা সকলেই সুরক্ষিত। বিমানের ত্রুটি মেরামত করার পর গভীর রাতে দিল্লি থেকে আবার আবুধাবির উদ্দেশে উড়ে যায় বিমানটি বলে খবর পাওয়া যাচ্ছে।
এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটির খবর মিলেছে। দু’সপ্তাহ আগেই দিল্লিগামী ইন্ডিগোর বিমানে ধাক্কা মারে একটি পাখি। তার জেরে ভুবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। অগস্টেও ইন্ডিগোর বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় জরুরি অবতরণ করতে হয় নাগপুর বিমানবন্দরে।
