Thursday, August 21, 2025

অনুব্রত মামলায় নয়া মোড়, সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর হয়নি ঠিকই, কিন্তু তার প্রেক্ষিতে সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট। সোমবার অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগী বলেন, এই মামলায় জড়িত অনেক কিংপিন ইতিমধ্যে জামিন পেয়েছেন। পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। অনুব্রত মণ্ডল একমাত্র জেলে আছেন। ১৪ মাস ধরে জেলে আছেন উনি।তার এই বক্তব্য শোনার পর, তদন্ত এখন কোন পর্যায়ে আছে, তা জানতে সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট।সোমবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর এজলাসে এই শুনানি হয়।

এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও জেলে বন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় তাঁকে বীরভূমের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। এরপর দীর্ঘ সময় তিনি আসানসোল সংশোধনাগারে ছিলেন। আপাতত তার ঠিকানা তিহাড় জেল।

সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। তবে সিবিআইকে নোটিশ দেওয়ায় কিছুটা হলেও আশার আলো দেখছেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে ইডি-ও। আর এই তদন্তকারী সংস্থার হেফাজতেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

প্রাথমিক কয়েকদিনের ED হেফাজতের পরে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে পাঠানো হয়। শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। আপাতত সুকন্যাও তিহাড় জেলেই বন্দি।এখন দেখার, এই নোটিশ কোনও সুরাহা নিয়ে আসে কিনা অনুব্রতর মামলায়।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...