Wednesday, November 5, 2025

মমতা-অভিষেককে এড়াতে ফের ‘পালানোর পথ খুঁজছেন’ গিরিরাজ

Date:

Share post:

মমতা-অভিষেকের সাক্ষাৎ এড়াতে ফের একবার পালানোর পথ খুঁজছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। যুক্তিসঙ্গত কারণ ছাড়াই স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১০০ দিকের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বকেয়া আদায়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাক্ষাৎ চেয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অতীতের মতো লজ্জায় আবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা না করার ইঙ্গিত দিলেন গিরিরাজ সিং।

এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী গিরিরাজ সিং জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠি দিয়েছেন ৫ তারিখ দেখা করার জন্য। আমি যদি দিল্লিতে থাকি তাহলে দেখা হবে। কিন্তু যদি ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে চলে যাই তাহলে দেখা হবে না। ওদের পরে সময় মত আসতে হবে। মন্ত্রীর এহেন মন্তব্যে কার্যত স্পষ্ট যে এবারও অতীতের পন্থাই বেছে নিতে চলেছেন তিনি। কারণ, বকেয়া আদায়ে এর আগেও একবার কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেবারও দিল্লিতে থাকবেন না জানিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি মন্ত্রী। অথচ বাস্তবে দেখা যায় যেদিন তৃণমূল নেতৃত্ব তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন সেদিন দিল্লিতেই ছিলেন গিরিরাজ। এবার ৫ তারিখ তাঁর দিল্লি ছাড়ার পরিকল্পনা পালানোর রাস্তা খোঁজার পরিকল্পনা হিসেবেই দেখছে তৃণমূল।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া পাওনা আদায়ের দাবিতে দিল্লি আসছেন ২ অক্টোবর। এই কর্মসূচিতে তাঁরা মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা এবং তাঁর দফতর ঘেরাও এর কথাও বলেছেন। সে প্রসঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জানান, ঘেরাও করতেই পারেন। আমি যদি নির্বাচনী প্রচারের কাজে ছত্তিশগড় চলে যাই তাহলে দেখা করা সম্ভব নয়। প্রসঙ্গত, ছত্তিশগড় নির্বাচনের দিনক্ষণ এখনো স্থির হয়নি।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...