Sunday, January 18, 2026

পদ গিয়েছে আগেই, এবার রাজ্য বিজেপির দফতরে ‘ঘরছাড়া’ দিলীপ

Date:

Share post:

কেন্দ্রীয় পদ গিয়েছে আগেই। এবার রাজ্য বিজেপি দফতরে(BJP Office) ঘরছাড়া হলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। মুরলিধর সেন লেনে ‘গৃহহীন’ হলেন আর এক বরিষ্ঠ নেতা রাহুল সিনহা(Rahul Sinha)। মুরলিধর সেন লেনে বিজেপি দফতরে দিলীপ-রাহুলের ঘর ভেঙে ফেলা হল রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে। এই ঘটনায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে, তবে কি অন্তর্দ্বন্দ্বের জেরেই গৃহহীন দিলীপ-রাহুলরা। বিষয়টি জানার পর হতাশ গলায় দিলীপ জানালেন, “ঘর ভাঙার আগে কথা বলে নেওয়া উচিত ছিল।”

বিজেপি সূত্রের খবর, সংস্কারের কারণ দেখিয়ে ২ নেতার ঘর ভাঙার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, দিলীপ ঘোষ ও রাহুল সিনহার ঘর ভেঙে সেখানে আইটি সেলের দফতর করা হবে। নিজস্ব ঘরের বদলে কমন রুমে বসতে বলা হয়েছে নেতাদের। বিষয়টি জানার পর দিলীপ ঘোষ বলেন, “আমার ঘরের এসি মেশিন খুলে নেওয়া হয়েছিল দেখেছিলাম। ঘরটা ভেঙে ফেলা হয়েছে কি না, জানি না। তবে কলকাতা ফিরে নিশ্চয়ই মুরলীধর সেন লেনের পার্টি অফিসে যাব দলের সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করতে, ঘর থাক বা না থাক। তবে এমন পদক্ষেপ নেওয়ার আগে আমাকে একবার জানানো উচিৎ ছিল।”

মুরলিধর সেন লেনে বিজেপি দফতরে দিলীপ ঘোষের জন্য একটি ঘর বরাদ্দ হয়েছিল তিনি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি করা হয় তাঁকে। তবে বর্তমানে সে পদও হারিয়েছেন তিনি। আপাতত দিলীপ ঘোষের পরিচয় তিনি শুধুই বিজেপি সাংসদ। এদিকে রাজ্য রাজনীতিতেও গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। শুভেন্দু লবি, দিলীপ লবি ও সুকান্ত লবিতে ভাগ হয়েছে বঙ্গ বিজেপি। এমন পরিস্থিতিতে দিলীপ এই ঘরভাঙা নিঃসন্দেহে বঙ্গ রাজনীতির জলঘোলা করতে শুরু করেছে। তবে এই ঘটনায় সব জল্পনা খারিজ করেছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সংস্কারের জন্য ভাঙা হচ্ছে, আমার ঘরও ভাঙবে।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...