Saturday, August 23, 2025

যা ঘটেছিল আজকের দিনে, দেখে নিন একনজরে

Date:

Share post:

১৯৯০

প্রফুল্লচন্দ্র সেন

(১৮৯৭-১৯৯০) এদিন প্রয়াত হন। ডাঃ বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর ১৯৬২-’৬৭ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯২১ সালে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক জীবন বেছে নেন। ১৯২২-এ হুগলির গ্রামে গ্রামে গিয়ে চরকা ও খদ্দর প্রচারে তৎপর হন। দুর্গম ও ম্যালেরিয়া-অধ্যুষিত হুগলির আরামবাগকে কর্মকেন্দ্র হিসেবে বেছে নিয়ে সেখানেই কাটান। সহজ সরল অনাড়ম্বর গাঁধিবাদী এই নেতা ‘আরামবাগের গান্ধী’ নামে পরিচিত ছিলেন। কোনওদিন কোনও সরকারি সাহায্য বা দাক্ষিণ্য তিনি নেননি। একটা সময় এমন  অবস্থা ছিল যে চিকিৎসার সব খরচও তাঁর নিজের পক্ষে বহন করা সম্ভব হচ্ছিল  না। অথচ এই প্রফুল্ল সেনের বিরুদ্ধে রাজ্যের বামপন্থীরা একসময়ে প্রচার চালান, তিনি নাকি স্টিফেন হাউসটাই কিনে নিয়েছেন! সে অভিযোগ শেষ পর্যন্ত প্রমাণ  হয়নি। কিন্তু আরামবাগের মতো নির্বাচন কেন্দ্রে ১৯৬৭-র ফেব্রুয়ারি মাসে তিনি আটশো ভোটে পরাজিত হয়েছিলেন। কলকাতার কোনও বাজারে নাকি সেদিন কাঁচকলা পাওয়া যায়নি। দু’গুণ দামে কাঁচকলা বিক্রি হয়েছিল। কারণ, কলকাতার তীব্র মূল্যবৃদ্ধির বাজারে তিনি কাঁচকলা সস্তা বলে সেটি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন মানুষকে। তাতে বাংলার আমজনতার মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়। ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করার পর তাঁর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০০২

গুজরাট

এদিন গুজরাটের গান্ধীনগরে অবস্থিত অক্ষরধাম মন্দিরে একটি জঙ্গিহানার ঘটনা ঘটে। মুর্তাজা হাফিজ ইয়াসিন ও আশরাফ আলি মোহাম্মেদ ফারুক নামে দুই জঙ্গি স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেডের সাহায্যে এই হামলা চালিয়েছিল। ৩৩ জন নিহত এবং ৮০ জন আহত হন। জাতীয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে এসে দুই জঙ্গিকে হত্যা করে। পরে গুজরাট পুলিশ আরও ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট ওই ৬ জনকে বেকসুর খালাসের আদেশ দেয়।

২০১০

বিশ্ব ফার্মাসিস্ট দিবস

এদিন থেকে প্রতিবছর ২৫ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে উদ্‌যাপিত হয় ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’। এর মূল উদ্দেশ্য হল, বিশ্বের সবাইকে ফার্মেসি সম্পর্কে জ্ঞাত করা, ফার্মেসিকে একটি আলাদা পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, সমাজে ফার্মাসিস্টদের গুরুত্ব তুলে ধরা ও তাঁদের সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া। ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল। তাই আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়।

১৯৩৩

ইতালির তুরিন ক্যাথিড্রাল

১৯৩৩ ইতালির তুরিন ক্যাথিড্রালে যিশুখ্রিস্টের শবদেহ আচ্ছাদনকারী বস্ত্র হিসেবে  জনসমক্ষে আনা হল একটি ১৪ ফুট কাপড়। রক্তের দাগ লেগে আছে তাতে। একজন মানুষের মুখের ও শরীরের ছাপ স্পষ্ট। অনুমান করা হয়, ১৬৬৮-’৯৪-এর মধ্যে কোনও এক সময়ে ওই বস্ত্রখণ্ড এই গির্জায় আসে।

১৯৬৯

মধু বসু

(১৯০০-১৯৬৯) এদিন মারা যান। এই চিত্রপরিচালক, অভিনেতা ও নাট্যব্যক্তিত্বের আসল নাম সুকুমার বসু। বিলেতে গিয়ে ক্যামেরার কাজ শেখেন ও অ্যালফ্রেড হিচককের সঙ্গে কিছুদিন কাজ করেন। দেশে ফিরে পরিচালক হিসেবে জনপ্রিয়তা পান ‘আলিবাবা’ ছবির পর। ছবিটিতে তিনি ও তাঁর স্ত্রী সাধনা বসু দুটি প্রধান চরিত্রে অভিনয় করেন। বিভিন্ন ভাষায় প্রায় ৩০টি ছবি পরিচালনা করেছেন। তাঁর পরিচালিত শেষ ছবি ‘বীরেশ্বর বিবেকানন্দ’।

 

 

 

 

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...