এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেও জয় জয়কার ভারতের। দ্বিতীয় দিনে দ্বিতীয় সোনা সোনা জয় ভারতের। সকালে পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে সোনা। দুপুরে মহিলা ক্রিকেট দলের সোনা জয়। এছাড়াও রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। এছাড়া ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ব্রোঞ্জ জয় ভারতের। আর এর পরই শুভেচ্ছা শুভেচ্ছার জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে শুভেচ্ছা জানান তিনি।

এদিন টুইটারে মমতা লেখেন,”এশিয়ান গেমসে দ্বিতীয় দিনে ভারতের জয়ের ধারা অব্যাহত। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে সোনা জেতে ভারত। দেশকে সোনার পদক এনে দেওয়ার জন্য রুদ্রাক্ষ বালাসাহেব প্যাটিল, দিব্যাংশ সিং পানওয়ার ও ঐশ্বরী প্রতাপ সিং তোমরকে অভিনন্দন। নতুন বিশ্ব রেকর্ড স্থাপন এবং প্রথম স্বর্ণপদক জয় করার জন্য আন্তরিক অভিনন্দন৷ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য আবার ঐশ্বরী প্রতাপ সিং তোমরকে অভিনন্দন।

এরপর মমতা আরও লেখেন,”পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে আরেকটি ব্রোঞ্জ জেতার জন্য আদর্শ সিং, অনীশ ভানওয়ালা এবং বিজয়বীর সিধুকে শুভেচ্ছা। রোয়িংয়ে আরও দুটি ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য ভারতীয় পুরুষদের চার এবং পুরুষদের কোয়াড্রপল স্কালস দলকে অভিনন্দন। দেশের গৌরব অর্জনের জন্য আপনাদের ভবিষ্যতে সকলকে শুভেচ্ছা রইল।

India's winning streak continues on the 2nd day of the ongoing 19th Asian Games at Hangzhou (China) with a medal tally of 10 now!
Heartiest congratulations to Rudrankksh Balasaheb Patil, Aishwary Pratap Singh Tomar and Divyansh Singh Panwar for setting a new world record and…
— Mamata Banerjee (@MamataOfficial) September 25, 2023
আরও পড়ুন:এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা, শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা ক্রিকেটে সোনা জয় টিম ইন্ডিয়ার

