কয়েক সেকেন্ডেই ম্যাজিক! মশা নিধনে আমজনতাকে টেমিফস দেবে পুরসভা

ডেঙ্গুর মশার লার্ভা মারতে ম‌্যাজিকের মতো কাজ করছে টেমিফস ৫০% ইসি। যেখানে মাত্র তিন সেকেন্ডে মারবে মশার লার্ভা

বাজার চলতি কীটনাশকে ডেঙ্গুর মশার লার্ভার ধ্বংস অনেকটাই সময় লাগে। কিন্তু কলকাতা পুরসভার সৌজন্যে এবার মুশকিল আসান। ডেঙ্গুর মশার লার্ভা মারতে ম‌্যাজিকের মতো কাজ করছে টেমিফস ৫০% ইসি। যেখানে মাত্র তিন সেকেন্ডে মারবে মশার লার্ভা!

কিন্তু ন‌্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অনুমোদিত এই কীটনাশক দোকানে কিনতে পাওয়া যায় না। সাধারণের পক্ষে তা সংগ্রহ করাও সম্ভব নয়। তাই এই কীটনাশক সংগ্রহ ও ব্যবহার করতে হলে আবেদন করতে হবে কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা.দেবাশিস বিশ্বাসকে। সে ক্ষেত্রে রাজ‌্য সরকারি সংস্থা যেভাবে কেনে সেভাবে সাধারণ মানুষও সংগ্রহ করতে পারবে ওই কীটনাশক। দশ লিটার জলে ১৫ এমএল টেমিফস মিশিয়ে তা স্প্রে করতে হয়।

ইতিমধ্যেই ড্রোন উড়িয়ে এ কীটনাশকই ছড়াচ্ছে কলকাতা পুরসভা। যাতে উপাদান হিসাবে রয়েছে অ‌্যালকাইল অ‌্যারিল সালফোনেট এবং পলি অক্সি ইথাইলিন। কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, এডিস ইজিপ্টাইয়ের লার্ভার জন‌্য টেমিফস ৫০% ইসি আদতে কন্টাক্ট পয়জন। অর্থাৎ এর সংস্পর্শে এলেই কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায় এডিস ইজিপ্টাইয়ের লার্ভা।

আরও পড়ুন:স্বাস্থ্যভবনের সামনে শুভেন্দুর নাটক, প্রিজন ভ্যানে ‘দাদাগিরি’ বিরোধী দলনেতার