Wednesday, November 12, 2025

মুখ্যমন্ত্রীর সফরের প্রাপ্তি: এই প্রথম BGBS-র পার্টনার কান্ট্রি স্পেন

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক বইমেলার ধাঁচে এবার রাজ্যের বাণিজ্য সম্মেলনে প্রথম থাকছে পার্টনার কান্ট্রি। নভেম্বরে রাজ্যে হবে BGBS। আর সেই সম্মেলনে রাজ্যের পার্টনার কান্টির হচ্ছে স্পেন। ইউরোপের যে দেশে সদ্য সফরে গিয়ে শিল্প থেকে ফুটবল-একাধিক বিনিয়োগ সম্ভাবনা আর পারস্পরিক আদান প্রদানের দরজা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রীর সফরের প্রাপ্তি পর্যালোচনা ও তাকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা করতে মঙ্গলবার নবান্নে (Nabanna) সচিবগোষ্ঠীর বৈঠক হয়। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সফরের বিস্তারিত তথ্য দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi) এবং শিল্পসচিব বন্দনা যাদব (Bandana Yadav)।

মুখ্যসচিব জানান, এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে স্পেন (Spain), বার্সেলোনা ও দুবাই থেকে প্রতিনিধি দল আসবে। এই প্রথম সম্মেলনে রাজ্যের পার্টনার স্টেট হিসেবে থাকছে স্পেন। মুখ্যমন্ত্রীর সফরের প্রাপ্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যসচিব জানান, স্পেন, বার্সালোনা এবং দুবাই সফরে শিল্প থেকে ভাষাশিক্ষা পর্যটন থেকে ফুটবল নানা ক্ষেত্রে ওই সব দেশের অংশ গ্রহণের দরজা খুলে গিয়েছে। বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে সেই প্রস্তাব ও সম্ভাবনাকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদব জানিয়েছেন, বাংলার মতো স্পেনও ছোট ও মাজারি শিল্পক্ষেত্রে অগ্রগামী। তাই সেখানের শিল্প বৈঠকে মূলত ছোট, মাঝারি ও কুটির শিল্পের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া ফুটবলের উন্নয়নে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষর করা হয়েছে। তাঁরা ফুটবলার ও কোচেদের প্রশিক্ষণ দেবে। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম লা লিগাকে দেওয়া হবে অ্যাকাডেমি করার জন্য। বিশেষ করে নজর দেওয়া হবে মহিলা ফুটবলার তৈরির দিকে।

শিল্পসচিব জানান, স্পেনের চারটি প্রথম সারির বণিকসভার সঙ্গে বৈঠক হয়েছে। স্পেনীয় ভাষা শিক্ষার বিষয়ে কথা হয়েছে। নির্দিষ্ট কোনও বিশ্ববিদ্যালয় বা সেন্টার চিহ্নিতকরণ করে সেখানে স্পেনীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এমনকী, ফ্যাকাল্টি ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে। স্পেনের বিখ্যাত বস্ত্র কোম্পানির সঙ্গে বৈঠক হয়েছে।

আরও পড়ুন- বছর শেষেই ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন ওয়াহিদা রহমান!

দুবাই সফর প্রসঙ্গে মুখ্যসচিব জানান “দুবাইয়ের বিখ্যাত লুলু গ্রুপ আমাদের এখানে মল তৈরি করবে। পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের এখানে কোথায় জমি দেওয়া যায়, সেটা আমরা খতিয়ে দেখছি। লুলু গ্রুপ খুব শীঘ্রই ওদের একটা প্রতিনিধি দল রাজ্যে পাঠাবে।” মুখ্যসচিব জানান, “আমিরশাহীর মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। এরাজ্যে বিনিয়োগের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। রাজ্যে প্রতিনিধিদল পাঠাবে তারা।”

 

 

 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...