শুক্রবারই মহিলা সংরক্ষণ বিলে (Women Reservation Bill) সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। যার কারণে এটি আইনে পরিণত হয়েছে। এবার মহিলা সংরক্ষণ আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন আরজেডি নেতা (RJD Leader) আব্দুল বারি সিদ্দিকি (Abdul Bari Siddiqui)। আর মহিলা সংরক্ষণ আইন নিয়ে মুখ খুলে চরম বিতর্কে জড়ালেন লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দলের এই নেতা।

ইতিমধ্যে মহিলা সংরক্ষণ বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। যাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিচ্ছে ওয়াকিবহাল মহল। কিন্তু সেই বিল নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করলেন আরজেডির বর্ষীয়ান নেতা। তাঁর অভিযোগ, এবার লিপস্টিক মেখে ববকাট চুলের মহিলারা এসে অন্য মহিলাদের অধিকার ছিনিয়ে নেবেন। আর এমন মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিহারের মজফফরপুরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেডির এই নেতা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সিদ্দিকি বলেন, এবার মহিলা সংরক্ষণের ফায়দা নিতে লিপস্টিক মেখে ববকাট চুলের মহিলারা এগিয়ে আসবেন। তিনি এরপরই মোদি সরকারের তুলোধনা করে তিনি বলেন, কেন্দ্রের উচিত ছিল অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতায় সরব হতে দেখা যায় সমাজবাদী পার্টি ও লালুর দল আরজেডিকে। এবার সংসদের সেই ধারাই যেন অব্যহত রাখলেন লালুর দলের এই বর্ষীয়ান নেতা।
