Thursday, August 21, 2025

বাংলাদেশকে ১২ গোলের মালা, গ্রুপ শীর্ষে থেকে হকির সেমিফাইনালে হরমনপ্রীতরা

Date:

Share post:

চলতি এশিয়ান গেমসে দুরন্ত ফর্মে ভারতীয় হকি দল। গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্যাচের মধ্যে একটাতেও হারেনি ভারত।এবারের এশিয়াডে পদক জয়ের অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে হরমনপ্রীত সিংরা ১২-০ গোলে জয়লাভ করেছে।এই বিশাল ব্যবধানে জয় ভারতের হকি দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। তা নিয়ে কোনও সন্দেহ নেই।গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল ভারত। গ্রুপ পর্বের খেলায় ভারতীয় খেলোয়াড়েরা মোট ৫৮টি গোল করেছেন। হকিতে সোনা জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় দল।

এদিনের ম্যাচে দুই অর্ধেই ভারত ৬টি করে গোল করেছে। এই টুর্নামেন্টের নকআউট পর্বে বাংলাদেশ যে উঠতে পারবে না, সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু, আশা করা হয়েছিল যে নিজেদের সম্মানরক্ষা করার জন্য তারা কিছুটা হলেও লড়াই করবে। কিন্তু, গোটা ম্যাচে তেমন কোনও দৃশ্য দেখতে পাওয়া গেল না।এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় হকি দলের দাপুটে পারফরম্যান্স দেখতে পাওয়া গেল। সেইসঙ্গে জয়ের ধারা অব্যাহত রেখেই টিম ইন্ডিয়া সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল। ভারতীয় হকি দলের আরও একটা দাপুটে পারফরম্যান্সের সাক্ষী থাকল গোটা দেশ।

এই ম্যাচে ভারতের হয়ে হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিং এবং মনদীপ সিং। আর এই পারফরম্যান্সের কারণেই টিম ইন্ডিয়া এই ম্যাচে চালকের আসনে চলে আসে। ম্যাচের শেষের দিকে আরও চাপ বাড়ায় ভারত।এদিনের ম্যাচের পর এ বারের এশিয়ান গেমসে ভারতের দুই খেলোয়াড় হরমনপ্রীত ও মনদীপের গোল সংখ্যা দু’অঙ্কে পৌঁছে গেল। শেষ দিকে মরিয়া হয়ে রক্ষণে বেশি জোর দেয় বাংলাদেশ।কিন্তু তাতেও  লজ্জা বাঁচাতে পারেনি তারা।শেষ ১২ মিনিটে আরও দু’টি গোল করে ভারত।শেষ পরক্যন্ত ১২ গোলের মালা পরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

 

 

 

spot_img

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...