ধাপ্পাবাজ BJP সরকারের একটা কথাও বিশ্বাস করবেন না: মহুয়া মৈত্র

“আজ যে ঘটনা বাংলার মানুষের সঙ্গে ঘটছে, কাল বাকি রাজ্যগুলির সঙ্গেও তা ঘটবে। সাধারণ গরিব মানুষগুলির সঙ্গে প্রতারণা করাই এদের কাজ। এই বিজেপি সরকারের(BJP Govt) একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না।” মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে এভাবেই কড়া সুরে বিজেপিকে(BJP) আক্রমণ শানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)।

বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে তৃণমূলের সমাবেশ থেকে মহুয়া বলেন, “ওরা মাথাপিছু পুলিশ দিয়েছে। কিন্তু পুলিশ জানে না আমরা এখানে কেন এসেছি? আজও বহু মানুষকে এখানে ঢুকতে দেয়নি ওরা। তবে আপনারা যারা এখানে ঢুকতে পারেননি যেখানে রয়েছেন সেখানেই মানুষকে বোঝান আমরা এখানে কেন এসেছি। আজ ওরা আমাদের সঙ্গে যেটা করছে কাল আপনাদের সঙ্গেও করবে। ব্রাহ্মণ ভাবছে দলিতকে বলছে, আমি কেন প্রতিবাদ করব? হিন্দুরা ভাবছে মুসলিমকে বলছে, আমি কেন? মুসলিম ভাবছে শিয়াদের বলছে আমিতো সুন্নি। আজ ওরা যা করছে কাল আপনার সঙ্গে তা হবে।” এরপর মহুয়া বলেন, “কাজ করার পর যদি টাকা না দেওয়া হয় তাহলে সে কী করবে? আমরা এখানে ভিক্ষে করতে আসিনি, হকের দাবি আদায়ে এসেছি। ১০০ দিনের কাজে সাড়ে ৬ হাজার কোটি টাকা কাজ করার পর আটকে দিয়েছে। সাড়ে ৮ হাজার কোটি আবাসের টাকা আটকে, সড়ক, বিধবাভাতা সব আটকে দিয়েছে। এই লড়াই শুধু বাংলার মানুষের জন্য নয়, গোটা দেশের জন্য। কারণ আপনাদের সঙ্গেও এমনটা করবে ওরা। যারা মানুষকে বঞ্চিত করে তাঁদের কি একটা ভোটও পাওয়া উচিৎ? ধাপ্পাবাজ বিজেপি সরকারের একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না।”

এছাড়া মণিপুর প্রসঙ্গ তুলেও নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, “এত মাস ধরে মণিপুর রাজ্যটা জ্বলছে। একটা রাজ্য দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা শুধু বিষয়টা নিয়ে সংসদে ডিবেট চেয়েছিলাম। কিন্তু মোদি সংসদ থেকে ল্যাজ গুটিয়ে পালালেন। এরপর অনাস্থা আনায় একতরফা নিজে বকে চলে গেলেন।”