Saturday, August 23, 2025

ধাপ্পাবাজ BJP সরকারের একটা কথাও বিশ্বাস করবেন না: মহুয়া মৈত্র

Date:

Share post:

“আজ যে ঘটনা বাংলার মানুষের সঙ্গে ঘটছে, কাল বাকি রাজ্যগুলির সঙ্গেও তা ঘটবে। সাধারণ গরিব মানুষগুলির সঙ্গে প্রতারণা করাই এদের কাজ। এই বিজেপি সরকারের(BJP Govt) একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না।” মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে এভাবেই কড়া সুরে বিজেপিকে(BJP) আক্রমণ শানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)।

বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে তৃণমূলের সমাবেশ থেকে মহুয়া বলেন, “ওরা মাথাপিছু পুলিশ দিয়েছে। কিন্তু পুলিশ জানে না আমরা এখানে কেন এসেছি? আজও বহু মানুষকে এখানে ঢুকতে দেয়নি ওরা। তবে আপনারা যারা এখানে ঢুকতে পারেননি যেখানে রয়েছেন সেখানেই মানুষকে বোঝান আমরা এখানে কেন এসেছি। আজ ওরা আমাদের সঙ্গে যেটা করছে কাল আপনাদের সঙ্গেও করবে। ব্রাহ্মণ ভাবছে দলিতকে বলছে, আমি কেন প্রতিবাদ করব? হিন্দুরা ভাবছে মুসলিমকে বলছে, আমি কেন? মুসলিম ভাবছে শিয়াদের বলছে আমিতো সুন্নি। আজ ওরা যা করছে কাল আপনার সঙ্গে তা হবে।” এরপর মহুয়া বলেন, “কাজ করার পর যদি টাকা না দেওয়া হয় তাহলে সে কী করবে? আমরা এখানে ভিক্ষে করতে আসিনি, হকের দাবি আদায়ে এসেছি। ১০০ দিনের কাজে সাড়ে ৬ হাজার কোটি টাকা কাজ করার পর আটকে দিয়েছে। সাড়ে ৮ হাজার কোটি আবাসের টাকা আটকে, সড়ক, বিধবাভাতা সব আটকে দিয়েছে। এই লড়াই শুধু বাংলার মানুষের জন্য নয়, গোটা দেশের জন্য। কারণ আপনাদের সঙ্গেও এমনটা করবে ওরা। যারা মানুষকে বঞ্চিত করে তাঁদের কি একটা ভোটও পাওয়া উচিৎ? ধাপ্পাবাজ বিজেপি সরকারের একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না।”

এছাড়া মণিপুর প্রসঙ্গ তুলেও নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, “এত মাস ধরে মণিপুর রাজ্যটা জ্বলছে। একটা রাজ্য দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা শুধু বিষয়টা নিয়ে সংসদে ডিবেট চেয়েছিলাম। কিন্তু মোদি সংসদ থেকে ল্যাজ গুটিয়ে পালালেন। এরপর অনাস্থা আনায় একতরফা নিজে বকে চলে গেলেন।”

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...