Wednesday, August 27, 2025

হকের দাবি বুঝে নেব আমরা: দিল্লিতে হুঙ্কার বাংলার পঞ্চায়েত মন্ত্রীর

Date:

Share post:

১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বারবার টাকা ফেরানোর অনুরোধ জানানো হলেও কথা কানে তোলেনি বিজেপি সরকার। বকেয়া প্রাপ্য আদায়ে এবার দিল্লিতে শুরু হয়েছে তৃণমূলের(TMC) আন্দোলন। মঙ্গলবার যন্তর মন্তরে আন্দোলন মঞ্চ থেকেই কড়া ভাষায় মোদি সরকারকে আক্রমণ শানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার(Pradip Majumdar)। সুর চড়িয়ে তিনি বলেন, “অনুরোধ, আবেদন যা যা করা উচিৎ সবরকমভাবে আমরা জানিয়েছি মোদি সরকারকে। তবে আমাদের আবেদন শোনেনি এই বধির সরকার। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদের হকের দাবি বুঝে নিতে এখানে উপস্থিত হয়েছি।”

এদিন মঞ্চে দাঁড়িয়ে প্রদীপবাবু বলেন, “আইন অনুযায়ী কাজের ১৫ দিনের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার কথা, অথচ ২০২১ সাল থেকে কোনও টাকা দেওয়া হয়নি ১০০ দিনের কাজ করা কর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩ বার মোদিকে চিঠি লিখেছিলেন। নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টাকা মিটিয়ে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তবে কোনও ফল হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন আমাদের সাংসদরা। আমি নিজে গিরিরাজের সঙ্গে দেখা করেছিলাম প্রাপ্য টাকা মেটানোর আবেদন জানিয়ে। একইভাবে টাকা আটকে দেওয়া হয়েছে আবাস যোজনায়।” পাশাপাশি বলেন, “যত কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল সবকটা দলকে সমোচিত জবাব দেওয়া হয়েছিল আমাদের দফতরের তরফে। বারবার আবেদন জানানোর পর ৭ নভেম্বর সব প্রকল্প ছাড়ার আশ্বাস দেওয়া হয় কেন্দ্রের তরফে। এরপর ১৪ নভেম্বর ৫৬০০ পরিবর্তে মাত্র ৮০০ কিমি রাস্তার অর্থ দেওয়া হয়। ব্যাস এইটুকুই।” পাশাপাশি বঙ্গ বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি আরও জানান, বাংলার মাটিতে কয়েকটা আসন পাওয়ার পরই এরা দাঁত নখ বের করা শুরু করেছে। মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করে টাকা আটকে দিয়েছে এরা।

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...