Saturday, November 8, 2025

আজ বিশ্বকাপের মহারণ শুরু ভারতের, সামনে অস্ট্রেলিয়া

Date:

Share post:

আজ একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। তার আগে বিশেষ প্রস্তুতি ভারত অধিনায়ক রোহিত শর্মার। শনিবার অনুশীলনে দেখা যায় থ্রোডাউন বিশেষজ্ঞ রঘু, নুয়ান ও দয়ানন্দের কাছে ব্যাটিং ঝালিয়ে নেন রোহিত। এছাড়া নেটে স্থানীয় বোলারদের বিরুদ্ধেও খেলেন তিনি। নেটে রোহিত চেষ্টা করছিলেন যাতে তিনি বল আকাশে না মারেন। বোঝা যাচ্ছিল, অজিদের বিরুদ্ধে সাবধানী ভূমিকা পালন করতে চান রোহিত। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার বিষয়ে নজর দিতে চান ভারত অধিনায়ক।

এদিকে অধিনায়ক রোহিত শর্মাকে অনুশীলনের শেষের দিকে শ্রেয়স আইয়ারের সঙ্গে দীর্ঘ আলোচনায় দেখা যায়। আইয়ারের ভুল শট গুলিকে বুঝিয়ে দিতে তাকে বিশেষ পরামর্শ দিতে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ককে। শ্রেয়স-রোহিতের মাস্টারক্লাস আলোচনাটি প্রায় ৩০ মিনিট ধরে চলেছিল। প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন শার্দূল ঠাকুর। শুক্রবারের অনুশীলনে অনুপস্থিত থাকা কুলদীপ যাদব এদিন নেটে বল করেন রোহিতকে। কুলদীপের ফিরে আসাটা ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছেন তিনি। অনুশীলন চলাকালীন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যায় আইসিসি পিচ ও গ্রাউন্ড কমিটির প্রতিনিধি মাইক অ্যাটকিনসন ও স্থানীয় কিউরেটর রমেশের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে।

এদিকে প্রথম ম‍্যাচে সামনে অস্ট্রেলিয়া। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,”বিশ্বকাপে অস্ট্রেলিয়া কত বড় দল তা সবাই জানেন। আমরা আমাদের শক্তির উপর নজর দিচ্ছি। আমরা কীভাবে ব্যাট করব বা বল করব, প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটি সত্য যে অস্ট্রেলিয়া এখানে বহু ক্রিকেট ম্যাচ খেলেছে। তাঁরা যত বেশি সম্ভব ম্যাচ ভারতে খেলেছে। এখন প্রত্যেকটি দলই প্রতিটি জায়গায় অসংখ্য ম্যাচ খেলে তাই প্রত্যেকটি দলই পরিস্থিতি বোঝে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...