Wednesday, November 12, 2025

১৪৪ ধারা সত্ত্বেও রাজভবনের সামনে ধ.র্না কেন? নবান্নকে চিঠি রাজভবনের, ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

১৪৪ ধারা সত্ত্বেও রাজভবনের সামনে তৃণমূলের ধর্নামঞ্চ কেন? প্রশ্ন তুলে এবার নবান্নকে (Nabanna) চিঠি লিখল রাজভবন। সূত্রের খবর, রাজভবনের তরফে মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। দুদিন আগেই এই প্রশ্ন তোলেন বিজেপি (BJP) নেতৃত্ব। তারই প্রতিধ্বনি রাজভবনে। এর পাল্টা ধুয়ে দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাল্টা খোঁচা দিয়ে তিনি বলেন, বিজেপি যখন রাজভবন চত্বরে ৭২জন বিধায়ক নিয়ে মিছিল করে তখন ১৪৪ ধারা লঙ্ঘন হয় না!

অভিষেকের ধর্না শুরু পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”রাজভবনের ১৫০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকার কথা। কিন্তু তৃণমূল সেখানে ধর্নাও করছে।” একই কথা শনিবার, সাংবাদিক বৈঠকে বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই রাজভবনের তরফে মুখ্যসচিবকে চিঠি লেখার প্রক্রিয়া শুরু হয়। অতীতেও দেখা গিয়েছে, বিজেপি সুরে সুর মিলিয়ে রাজ্যপাল তথা রাজভবন মন্তব্য করছে। এই বিষয়েও তার ব্যতিক্রম হল না।

এই বিষয়টি তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, রাজ্যের বকেয়া আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি হিট। আর তা দেখে বিজেপির গাত্রদাহ। সেই কারণে বিজেপি নেতারা এই সব অভিযোগ করছেন। আর রাজভবনও সেই তালে তাল দিচ্ছে। অথচ বিজেপি যখন তাদের ৭২জন এমএলএ নিয়ে রাজভবন চত্বরে মিছিল করে, তখন ১৪৪ ধারার কথা মনে থাকে না! তীব্র কটাক্ষ করেন কুণাল।

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...