Saturday, August 23, 2025

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৪,৪০০ কোটি টাকার নয়া বিনিয়োগ

Date:

Share post:

রাজ্য সরকার মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটিকে ২২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রাজ্যের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চলেছে। ইতিমধ্যেই সেখানে ৪টি ইউনিট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর পাশাপাশি রাজ্য সরকার সেখানে একটি পঞ্চম ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। দূষণ নিয়ন্ত্রণের পরিকাঠামো সহ এই ইউনিট গড়ে তুলতে প্রায় ২,৫০০ কোটি টাকা খরচ হবে। নতুন ইউনিট নির্মাণ ও আধুনিকীকরণ খাতে সাগরদিঘিতে ৪,৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে বিদ্যুৎ দফতর সূত্রে জানা গেছে।

উত্তরদিকে ১৩কিমি দূরে মণিগ্রাম এলাকায় ৯০০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম দুটি ইউনিট ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সেই দুটি ইউনিটই গড়ে ওঠে বামজমানায় একটি চিনা সংস্থার হাত ধরে। প্রথম ইউনিটটি চালু হয় ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর। দ্বিতীয় ইউনিটটি সেই বছরেরই ৬ নভেম্বর চালু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির তৃতীয় ও চতুর্থ ইউনিট গড়ে তোলার দায়িত্ব পেয়েছিল দেশের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ভেল। ওই দুটি ইউনিট ৫০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে। ২০১৬ সাল থেকে দুটি ইউনিট বানিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদন করে চলেছে। এখন রাজ্য সরকার এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী পঞ্চম ইউনিটটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই ৫টি ইউনিট একসঙ্গে চালু হয়ে গেলে এখান থেকে নিত্যদিন ২২৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

আরও পড়ুন- মৃ.ত্যুপুরী আফগানিস্তান! জোরালো ভূ.মিকম্পে নিশ্চিহ্ন ১২ গ্রাম, মৃ.তের সংখ্যা ১০ গুণ বাড়ার আ.শঙ্কা

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...