Wednesday, November 12, 2025

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে

Date:

Share post:

জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। এদিন বিশ্বকাপের ম‍্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে। সৌজন্যে বিরাট কোহলি-কে এল রাহুল জুটি। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলে তাঁরা। ৮৫ রান কোহলির। ৯৭ রানে অপরাজিত রাহুল। ভারতের হয়ে দুরন্ত বোলিং রবীন্দ্র জাদেজার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯৯ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ৪১ রান ওয়ার্নারের। স্মিথ করেন ৪৬ রান। শূন‍্য রান মিচেল মার্শের। ২৭ রান লাবুশানের। ১৫ রান ম‍্যাক্সওয়েলের। ৮ রান ক‍্যামারুন গ্রীনের। কামিন্স করেন ১৫ রান। স্টার্ক করেন ২৮ রান। ভারতের হয়ে তিন উইকেট জাদেজার। দুটি করে উইকেট কুলদীপ যাদব এবং যশপ্রীত বুমরাহর। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ এবং আর অশ্বিনের।

জবাবে ব‍্যাট করতে নেমেই শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ঈশান কিষাণ। শূন‍্যরান করেন তিনি। দ্বিতীয় ওভারে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এলবিডব্লিউ হন রোহিত। হেজেলউডের বল সোজা প্যাডে লাগে। অজিদের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে ফিল্ড আম্পায়ার আউট দিলেও, রোহিত রিভিউ নেন। তাতেও আউটেরই সিদ্ধান্ত হয়। রোহিতও রানের খাতা খুলতে পারেননি। এর পর ওভারের শেষ বলে হেডজেলউডের বলে খারাপ শট খেলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স আইয়ারও। তিনিও রানের খাতা খুলতে পারেননি। ৩ বল খেলে শূন্যতে সাজঘরে ফেরেন শ্রেয়স। এরপর অষ্টম ওভারে ফের হেডেলউডেরই বলে খারাপ শট খেলে ক্যাচ তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। ওভারের তৃতীয় বলে নিশ্চিত ভাবে চতুর্থ উইকেট হারাতে চলেছিল ভারত। শর্ট বলে বাজে শট খেলে বল পিছনের দিকে তুলে দিয়েছিলেন বিরাট। অ্যালেক্স ক্যারি এবং মিচেল মার্শ সেই ক্যাচ নেওয়ার জন্য দৌড়য়। মার্শ জায়গায় পৌঁছে গিয়েছে দেখে, ক্যারি বল ছেড়ে দেন। এদিকে ঠিকঠাক বলটি জাজ করতে না পেরে, ক্যাচ মিস করেন মার্শ। ওখানের ম‍্যাচে পুনর্জন্ম পান কোহলি। এরপর ভারতের ব‍্যাটিং লাইনকে টেনে তোলেন বিরাট কোহলি-কে এল রাহুল। ধীরে ধীরে টিম ইন্ডিয়াকে ম‍্যাচে ফিরিয়ে আনেন তারা। রানের সংখ‍্যা এগিয়ে নিয়ে যান বিরাট-রাহুল জুটি। ৮৫ রান করেন কোহলি। ৯৭ রানে অপরাজিত রাহুল। ১১ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। অজিদের হয়ে তিন উইকেট হ‍্যাজলউডের। একটি উইকেট মিচেল স্টার্কের।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে উচ্ছ্বসিত জাড্ডু, কী করে এল সাফল্য? জানালেন তিনি

 

spot_img

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...