সারারাজ্যের পুজো উদ্যোক্তারাই চান তাঁদের পুজোর উদ্বোধন করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনিও চেষঅটা করেন সবার আবদার রাখতে। সেই কারণে অনেকবার মহালয়ার আগেই উদ্বোধন করে দেন মুখ্যমন্ত্রী। তবে, সব জায়গায় তিনি যেতে পারেন না, সেক্ষেত্রে ভার্চুয়াল উদ্বোধন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার, থেকেই পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী।

এদিন, কালীঘাটের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন কলকাতা-সহ বিভিন্ন জেলার বেশ কিছু পুজোর। কলকাতার কয়েকটি পুজো ছাড়াও উত্তর ও দক্ষিণের ২৪টি জেলার মোট ৮৩৬টি পুজোর ভার্চুয়ালি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা। মহালয়ার আগেই সূচনা হবে বাংলার দুর্গোৎসবের।

বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর বিশ্বের হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। পায়ে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকদের পরামর্শে গত বেশ কয়েকদিন ধরে বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রশাসনিক জরুরি কাজ সারছেন সেখান থেকেই। ভার্চুয়াল বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। ফোনেও পরামর্শ দিচ্ছেন। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে তাঁর বাড়িতেই। বিকেল ৪টে ১৫ মিনিটে তাঁর বাড়ির অফিসের কনফারেন্স হল থেকে কলকাতা এবং জেলার বিভিন্ন পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন।