Thursday, August 21, 2025

যে কথা সেই কাজ! মহকুমা হচ্ছে ধূপগুড়ি, সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার বৈঠকে

Date:

Share post:

মহকুমা হচ্ছে ধূপগুড়ি। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। সিদ্ধান্ত হয়েছে ধূপগুড়ি ও বানারহাট নিয়ে আপাতত মহকুমা হিসেবে কাজ শুরু হবে। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কথা দিয়েছিলেন চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মহকুমা হবে ধূপগুড়ি (Dhupguri)। এই ঘোষণা যে শুধুই নির্বাচনী গিমিক নয় সেদিনই জোরের সঙ্গে বলেছিলেন অভিষেক। আনুষ্ঠানিকভাবে ধূপগুড়িকে মহকুমা করার জন্য প্রসাশনের সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত গৃহীত হল।

এছাড়াও আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। রাজ্য সরকার রাজবংশী, কামতাপুরি, সাঁওতালির মতো আঞ্চলিক ভাষার প্রচার ও প্রসারে রাজ্য জুড়ে আরও বেশি করে স্কুল তৈরি ও শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১৯৮টি রাজবংশী, সাঁওতালি বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য ৩৯৪টি নতুন পদ তৈরি করা হবে।

পাশাপাশি উত্তরবঙ্গের ধূপগুড়ি ও বানারহাট ব্লককে নিয়ে নতুন ধূপগুড়ি (Dhupguri) মহকুমা তৈরি হচ্ছে- জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত কালিম্পং-এর অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে উদ্বিগ্ন রাজ্য সরকার শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, সত্যজিৎ বর্মন ও গোলাম রাব্বানিকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রতিনিধি দলটি তিন দিন সেখানে শিবির করে থেকে স্থানীয় এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে। রংপোর কাছে যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...