নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে এবার একাধিক পুজোর উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ থেকে ১৯ অক্টোবর অর্থাৎ দ্বিতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত ডায়মন্ড হারবারে একটানা বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন অভিষেক। আগামী বছর লোকসভা ভোটের আগে পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে নিজের সংসদীয় এলাকায় জনসংযোগও সারতে পারেন অভিষেক। তবে এই প্রথম নয়। গতবছরও ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছিলেন অভিষেক। তবে পুজো উদ্বোধনের জন্য আরও বেশি আমন্ত্রণ পেয়েছেন তিনি।

প্রতিবছর কলকাতায় একের পর এক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মহালয়ার দিন থেকেই সশরীরে মণ্ডপে মণ্ডপে হাজির হয়ে পুজোর উদ্বোধন করেন তিনি।। চতুর্থী পর্যন্ত চলে মুখ্যমন্ত্রীর উদ্বোধন পর্ব। দেবীর চোখও আঁকেন তিনি। তবে এবছর চিকিৎসকদের পরামর্শে সশরীরে হাজির থেকে আর পুজোর উদ্বোধন করতে পারছেন না তিনি। বৃহস্পতিবার কালীঘাটে বাড়িতে বসেই কলকাতা ও জেলায় জেলায় কয়েকশো পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতারি: ইডির বিরুদ্ধে আদালতে সঞ্জয় সিং
