Tuesday, August 26, 2025

আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের: বার্তা পুতিনের

Date:

Share post:

হামাসের নৃশংস হামলার বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্তাইনের পক্ষেও সমর্থন জানালেন তিনি। তাঁর কথায়, এই সমস্যা মেটানোর একমাত্র উপায় এটাই। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) সম্মেলনে উপস্থিত হয়ে পুতিন বলেন, প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে চলা সংঘাত মেটানোর জন্য শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ। শান্তিপূর্ণভাবেই এই সমস্যা সমাধান করা উচিৎ।

ওই অনুষ্ঠানে দু’দেশের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার লক্ষ্য হওয়া উচিত জাতিসংঘের দুটি রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন করা। যার অর্থ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করা। ইজরায়েল অবশ্যই নির্মম হামলার মুখে পড়েছে। নিঃসন্দেহে আত্মরক্ষা করার অধিকার তাদের আছে।’ তিনি বলেন, “আমার মতে, এই ধরনের যুদ্ধ পরিস্থিতি মেটাতে দুটি স্বাধীন দেশ গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই।”

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুতিনের কিরগিজস্তান সফর ছিল পুতিনের প্রথম বিদেশ সফর। দুই দিনের এই সফরে সিআইএস শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেই হামাস-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার মনোভাব স্পষ্ট করেন পুতিন। উল্লেখ্য, ২০২২ সালের প্রথম দিকে ইউক্রেনে সেনা নামানোর পর থেকে পুতিন খুব কমই রাশিয়ার বাইরে গেছেন। এই বিদেশ সফরের পর আগামী সপ্তাহে বেজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের অনুষ্ঠানে পুতিন যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...