Monday, January 12, 2026

আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের: বার্তা পুতিনের

Date:

Share post:

হামাসের নৃশংস হামলার বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্তাইনের পক্ষেও সমর্থন জানালেন তিনি। তাঁর কথায়, এই সমস্যা মেটানোর একমাত্র উপায় এটাই। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) সম্মেলনে উপস্থিত হয়ে পুতিন বলেন, প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে চলা সংঘাত মেটানোর জন্য শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ। শান্তিপূর্ণভাবেই এই সমস্যা সমাধান করা উচিৎ।

ওই অনুষ্ঠানে দু’দেশের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার লক্ষ্য হওয়া উচিত জাতিসংঘের দুটি রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন করা। যার অর্থ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করা। ইজরায়েল অবশ্যই নির্মম হামলার মুখে পড়েছে। নিঃসন্দেহে আত্মরক্ষা করার অধিকার তাদের আছে।’ তিনি বলেন, “আমার মতে, এই ধরনের যুদ্ধ পরিস্থিতি মেটাতে দুটি স্বাধীন দেশ গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই।”

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুতিনের কিরগিজস্তান সফর ছিল পুতিনের প্রথম বিদেশ সফর। দুই দিনের এই সফরে সিআইএস শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেই হামাস-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার মনোভাব স্পষ্ট করেন পুতিন। উল্লেখ্য, ২০২২ সালের প্রথম দিকে ইউক্রেনে সেনা নামানোর পর থেকে পুতিন খুব কমই রাশিয়ার বাইরে গেছেন। এই বিদেশ সফরের পর আগামী সপ্তাহে বেজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের অনুষ্ঠানে পুতিন যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...